চট্টগ্রামের ফটিকছড়ির ভুজপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১ দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
বুধবার (৫ ফেব্রুয়ারি) সকালে ভুজপুর থানার কাজীরহাট বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সকালে হঠাৎ দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে সবাই নেভানোর চেষ্টা চালান। খবর পেয়ে দ্রুত ফটিকছড়ি ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে তার আগেই ১১ দোকান পুড়ে যায়। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
আগুনে ক্ষতিগ্রস্তরা হলেন : রঞ্জিত (মিষ্টি দোকান), আবু সওদাগর (চালের দোকান), তসলিম (কুকারিজ), আলমগীর (গাছের দোকান), তসলিম (বেডিং হাউস), আনসার (হোটেল), আব্বাস (ওয়ার্কসপ), তাহে (স্টিলের দোকান), সেলিম (বিসমিল্লাহ হোটেল), আব্বাস (পান দোকান) এবং নুরুল ইসলাম (ওয়ার্কসপ)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফটিকছড়ি ফায়ার সার্ভিস কর্মকর্তা কামাল উদ্দিন চৌধুরী জানান, বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতি তদন্তসাপেক্ষে বলা যাবে।