চট্টগ্রামের মিরসরাইয়ে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের বিরুদ্ধে মামলা করেছেন এক যুবলীগ নেতা। মামলায় তার বড় ছেলে সাবেদুর রহমান সসুসহ ২০ জনকে আসামি করা হয়েছে।
এছাড়াও ২৫-৩০ জনের বিরুদ্ধে এ মামলা করা হয়েছে।
মামলার বাদী উপজেলার কাটাছরা ইউনিয়ন যুবলীগের যুগ্ম-সম্পাদক মো. ইউছুফ মিয়া। শনিবার (২৪ নভেম্বর) জোরারগঞ্জ থানায় মামলাটি করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২২ সালের ১২ ফেব্রুয়ারি মামলার বাদীকে হত্যা করার জন্য হামলা করা হয়েছে। বিভিন্ন অনিয়মের বিষয়ে প্রতিবাদ করলে তার ওপর ক্ষিপ্ত হয়ে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের নেতৃত্ব এ হামলা হয়।
মামলার অন্য আসামিরা হলেন, বারইয়ারহাট পৌরসভার সাবেক মেয়র রেজাউল করিম খোকন (৫২), মো. আশরাফ (২৮), মো. আরিফ (৩৫), মো. কাশেম পিটার (৬২), মো. জিয়া উদ্দিন গাজী (৩০) প্রমুখ।
মামলার বাদী যুবলীগ নেতা মো. ইউছুফ মিয়া জানান, আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় সক্রিয়ভাবে ১২ বছর রাজনীতি করার পরও দলীয় কোন্দলের কারণে সাত মামলার আসামি হয়েছি।
ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের নির্দেশে মামলাগুলো হয়েছে। বর্তমানে একটি ছাড়া বাকি মামলাগুলোতে জামিনে রয়েছি।
এ বিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদার জানান, ২০২২ সালে হামলার ঘটনায় ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে প্রধান আসামি করে মো. ইউছুফ মিয়া বাদী হয়ে মামলা করেছেন। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    