রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নে পাহাড় কেটে ধ্বংস করা এবং কৃষিজমির টপসয়েল কাটার অপরাধে এস এ বি নামে একটি ইটভাটাকে পাঁচ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
এছাড়া উপজেলার জঙ্গল সরফভাটা এলাকায় আরেকটি ইটভাটায় অনুমোদনহীন পরিচালনা, পাহাড় কেটে মাটি দিয়ে ইট প্রস্তুত এবং পরিবেশ ধ্বংসকারী ড্রাম চিমনি ইট পোড়ানোর কাজে ব্যবহার করায় কাঁচাইট ধ্বংস করা হয়েছে।
বুধবার (২২ জানুয়ারি) এ অভিযান পরিচালনা করেন রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান। অভিযানে চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তর, মডেল ও দক্ষিণ রাঙ্গুনিয়া থানা এবং রাঙ্গুনিয়া ফায়ার স্টেশন সহযোগিতা।
ইউএনও ও নির্বাহী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান জানান, অবৈধভাবে পাহাড় কাটা, বালু উত্তোলন ও টপ সয়েল কেটে আবাদী কৃষিজমি ধ্বংসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।