pressbd24
ঢাকাশনিবার , ২১ ডিসেম্বর ২০২৪
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামের লোহাগাড়ায় সাংবাদিকের ওপর হামলা, ২৫ জনের বিরুদ্ধে মামলা

অনলাইন ডেস্ক
ডিসেম্বর ২১, ২০২৪ ৯:৫৭ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রামের লোহাগাড়ায় বিচারপ্রার্থীকে মারধরের প্রতিবাদ করায় ওমর ফারুক মাসুম নামে এক সাংবাদিকের ওপর হামলার ঘটনায় হত্যাচেষ্টার অভিযোগে মামলা হয়েছে। এতে এক ইউপি সদস্যসহ ১৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১০-১২ জনকে আসামি করা হয়েছে।

শনিবার (২১ ডিসেম্বর) রাতে চট্টগ্রামের লোহাগাড়া থানায় মামলাটি করেন ভুক্তভোগী সাংবাদিক ওমর ফারুক মাসুম।

তিনি চট্টগ্রামের আঞ্চলিক দৈনিক পূর্বকোণের সহ-সম্পাদক হিসেবে কর্মরত। তার গ্রামের বাড়ি লোহাগাড়া উপজেলার কলাউজান ইউনিয়নের আদারচর গ্রামে।

মামলার আসামিরা হলেন : লোহাগাড়া থানার কলাউজান ইউনিয়নের সদস্য (মেম্বার) ও প্যানেল চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান (৪৫), তার ছেলে শওকত (২৬), রিমন (২২), এরশাদ (২৫), ইমন (১৯), ছাত্রলীগ নেতা তৌহিদুল ইসলাম (২৩), মিজানুর রহমান (২৩), সাকিব (২২), ওয়ার্ড আওয়ামী লীগ নেতা জসিম উদ্দিন (৪৩), হোসেন সওদাগর (৪২), ইউনিয়ন পরিষদের সচিব মোজাফ্ফর (৪২), সাইফুল (৩৫) ও ইলহাম কলি (২৮)।

সাংবাদিক ওমর ফারুক মাসুম বলেন, গত বৃহস্পতিবার কলাউজান ইউপির প্যানেল চেয়ারম্যান হাবিব পরিষদে সাত্তার নামের এক বিচারপ্রার্থীকে মারধর করেন।

লোহাগাড়া উপজেলা সদরে যাওয়ার সময় কলাউজান ইউনিয়ন পরিষদের পাশের মসজিদে জোহরের নামাজ আদায় করে বের হওয়ার সময় বিচারপ্রার্থী সাত্তার বিষয়টি আমাদের অবহিত করেন। এরপর সাত্তারকে মারধরের বিষয়ে প্যানেল চেয়ারম্যান হাবিবুর রহমানের কাছে জানতে চাইলে তিনি ও ইউনিয়ন পরিষদ সচিব মোজাফ্ফর আমাদের উপর ক্ষিপ্ত হন। পরে পরিষদ থেকে বের হওয়ার সময় প্যানেল চেয়ারম্যান হাবিবের নেতৃত্বে ১০টির মতো মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশা করে আসা আওয়ামী লীগ ও ছাত্রলীগের সন্ত্রাসী ও কিশোর গ্যাং সদস্যরা দেশীয় অস্ত্র দিয়ে আমাদের উপর হামলা চালায়। এসময় আমি ও আমার সঙ্গীয় আরবি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. শহিদকে গুরুতর জখম করে হত্যাচেষ্টা চালানো হয়।

মামলার বিষয়টি নিশ্চিত করে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, সাংবাদিক ওমর ফারুক মাসুমের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে।

ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে আমরা অভিযান পরিচালনা করছি। দ্রুততম সময়ে আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

হামলাকারীদের গ্রেপ্তারে আল্টিমেটাম 

সাংবাদিক ওমর ফারুক মাসুমের ওপর হামলার ঘটনায় জড়িতদের আগামী ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

শনিবার বিকেলে কলাউজান ইউপির সামনে কলাউজানের সর্বস্তরের জনসাধারণের ব্যানারে আয়োজিত বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনে বক্তারা এ দাবি জানান।

বক্তারা বলেন, স্বৈরাচার পালালে তার লালিত সন্ত্রাসীরা এখনো গুপ্ত হামলায় সক্রিয়। সেই ফ্যাসিস্ট সরকারের দোসররাই সাংবাদিক  ও ছাত্র প্রতিনিধির উপর সন্ত্রাসী হামলা চালিয়েছে। তাই প্রশাসনের প্রতি আহ্বান রাখতে চাই আগামী ২৪ ঘন্টার মধ্যে সকল অপরাধীদের বিরুদ্ধে চিরুনি অভিযান চালিয়ে আইনের আওতায় আনুন। অন্যথায় আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য থাকব।

লোহাগাড়া প্রেসক্লাব সেক্রেটারি শাহজাদা মিনহাজ বলেন, সাংবাদিকরা রাষ্ট্রের দর্পন। পেশাগত কাজে সাংবাদিকদের ওপর হামলা, মামলা, হয়রানি বন্ধ না হলে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করতে পারবে না।

সাংবাদিকরা অনিয়মের প্রতিবাদ করলে হামলা, গুম, খুনের মাধ্যমে গণমাধ্যমের টুঁটি চেপে ধরতে চায় অশুভ চক্র। আর এই অশুভ শক্তি হচ্ছে হাবিব ও তার পালিত কিশোর গ্যাং। তাই অবিলম্বে এসব ঘটনার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িতদের শনাক্ত করে দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

ছাত্র প্রতিনিধি হুমায়ন রশিদের সঞ্চালনায় আয়োজিত মানববন্ধনে আরও বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাতকানিয়া-লোহাগাড়া সমন্বয়ক তামিম মির্জা, লোহাগাড়া প্রেসক্লাব সেক্রেটারি শাহজাদা মিনহাজ, হামলার শিকার সাংবাদিক ওমর ফারুক মাসুম, ব্যবসায়ী এম ওসমান ফারুক, সমাজসেবক নুরুল আলম চৌধুরী নুরু, হাফেজ শওকত আলী প্রমুখ।

মানববন্ধনে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত অর্ধ শতাধিক গণমাধ্যমকর্মী অংশ নেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।