চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন।
সোমবার (৩ ফেব্রুয়ারি) ভোর ৬টার দিকে সীতাকুণ্ডের ফৌজদারহাট ক্যাডেট কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ছোট কুমিরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আল মামুন।
তিনি বলেন, ঢাকা থেকে একটি হায়েস মাইক্রোবাস চট্টগ্রামের দিকে যাচ্ছিল। পথিমধ্যে দাঁড়িয়ে একটি ট্রাকের সঙ্গে ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে মামুন নামে একজন নিহত হন ও ৫৪ বছর বয়সী এক নারীকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আল মামুন আরও বলেন, এ ঘটনায় আরও ৬ জন আহত হয়েছেন। তাদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।