চট্টগ্রাম নগরে চোরাই যানবাহন কেনাবেচার একটি চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনটি চোরাই সিএনজি অটোরিকশা ও নম্বর প্লেট পরিবর্তনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
এ সময় চক্রের দুই সদস্যকে আটক করা হয়েছে।
সিএমপির গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পরিদর্শক মো. ইকবাল হোসেন ভূঁইয়ার নেতৃত্বে পুলিশের একটি দল গত ২৩ মে রাতে পাঁচলাইশ থানার বাদুরতলার আল মাদানী রোডের একটি অটো ওয়ার্কশপে অভিযান চালায়।
গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই অভিযানে চোরাই সিএনজি বিক্রির সময় মো. হাসান পাটোয়ারী (৩৭) ও মো. বিল্লাল হোসেন (৩৮) নামে দুইজনকে হাতেনাতে আটক করা হয়।
অভিযানে ১টি চোরাই প্রাইভেট সিএনজি (ঢাকা-দ-১১-০৫৬৮), ৩৫টি লেটার পাঞ্চ, ১টি ড্রিল মেশিন, ২টি কাঁটার, ১টি রেজিস্ট্রেশন নম্বর প্লেট (চট্টগ্রাম-থ-১৩-৩৪১১), ২টি রিপিট গান, ১টি হাতুড়ি, ১টি প্লাস, ১টি রেত, ও ১টি স্ক্রু ড্রাইভার উদ্ধার করা হয়েছে।
সংবাদ সম্মেলন করে নগর পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করে যে তারা চোরাই সিএনজি সংগ্রহ করে ইঞ্জিন ও চেসিস নম্বর পরিবর্তন করে জনৈক নেজাম (৪০) এর কাছে একাধিকবার বিক্রি করেছে। এরই ধারাবাহিকতায়, ২৪ মে রাত ১টা ৩০ মিনিটে চাঁন্দগাঁও থানার শরফতউল্লাহ পেট্রোল পাম্পের পেছনে নেজামের গ্যারেজে অভিযান চালানো হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে নেজাম পালিয়ে যায়।
অভিযানে আরও ২টি চোরাই সিএনজি উদ্ধার করা হয় (ঢাকা-দ-১১-২৪৫৭ ও ঢাকা-দ-১৪-০৪০৮)।
পুলিশ জানিয়েছে, আটক হওয়া দুই আসামির বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে বর্তমানে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।