স্টাফ রিপোর্টার : চট্টগ্রাম জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে ৩৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার, মাদক পরিবহনে ১ টি মাইক্রোবাস জব্দ ও গ্রেফতার ২জন মাদক কারবারি।
শনিবার চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাজেদুল ইসলাম পলাশ ‘দৈনিক আমাদের বাংলা’কে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশের একটি দল পটিয়া থানার কমল মুন্সিরহাট বাজারে কক্সবাজার টু চট্টগ্রাম মহাসড়কে দুপুর থেকে গভীর রাত পর্যন্ত চেকপোস্টে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের একপর্যায়ে চেকপোস্টে একটি হাইচ মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে দুইজন’কে গ্রেফতার করে হেফাজতে নেয় আভিযানিক দল। গ্রেফতারকৃতরা হলেন, কক্সবাজার জেলার চকরিয়া থানার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সিকান্দার পাড়া গ্রামের নূর হোসেনের বাড়ীর নুরুল হোসেনের ছেলে নাছির উদ্দিন ও অপরজন হলেন একই এলাকার টিপু বর বাড়ীর নুরুল আমিনের ছেলে রাশিফুল ইসলাম রাহুল। পরে গ্রেফতারকৃত আসামিদের দেয়া তথ্য মতে গাড়ীর ভিতরে বাম পাশের দরজার মধ্যে সুকৌশলে রাখা ৩৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং মাদক পরিবহনে মাইক্রোবাসটি জব্দ করা হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৮ লক্ষ টাকা।
এ ঘটনায় গ্রেফতার আসামি ও পলাতক আসামিদের বিরুদ্ধে চট্টগ্রামের পটিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা একটি করা হয় এবং এ মামলার বাকি আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান জেলা গোয়েন্দা পুলিশের এ কর্মকর্তা।