বহুমূখী সেবামূলক সংস্থা আঞ্জুমানে খুদ্দামুল মুসলেমিন বাংলাদেশ (একেএমবি) এর উদ্যোগে গত ২২ বছর ধরে অনুষ্ঠিত হয়ে আসছে এ মাহফিল। এবার পবিত্র কোরআনের সূরা আম্বিয়ার ওপর দরস পেশ করা হবে। একই সঙ্গে নির্দিষ্ট বিষয়ে ইসলামিক স্কলাররা গুরুত্বপূর্ণ বক্তব্য দেবেন।
বুধবার দুপুরে চেরাগি পাহাড় মোড়ে সংস্থার কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব তথ্য জানান দরসুল কোরআন মাহফিল প্রস্তুতি কমিটির সচিব মাওলানা মোহাম্মদ ওয়াহেদ মুরাদ। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রস্তুতি কমিটির আহ্বায়ক স ম হামেদ হোসাইন।
এ সময় উপস্থিত ছিলেন- আঞ্জুমানে খুদ্দামুল মুসলেমিন বাংলাদেশ (একেএমবি) বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আল্লামা কাজী জসিম উদ্দীন ও অধ্যক্ষ আল্লামা এস এম ফরিদ উদ্দীন, সংগঠক অধ্যক্ষ এম ইব্রাহীম আখতারী, মাওলানা জাকের আহমদ সিদ্দিকী, মাওলানা এ এম মঈনউদ্দীন চৌধুরী হালিম, কফিল উদ্দীন রানা, এস এম আবু সাদেক ছিটু, ইঞ্জিনিয়ার রাসেদুল ইসলাম রাসেল, শহিদুল ইসলাম, মাসরুর রহমান, মোহাম্মদ ফোরকান, তারেক বিন আহমদ প্রমূখ।
সংবাদ সম্মেলনে সংস্থাটির পক্ষ থেকে ৭ দফা দাবি পেশ করা হয়। দাবির মধ্যে আছে- কোরআন-সুন্নাহর চর্চা ও অনুশীলন বৃদ্ধি ও ইসলামী সংস্কৃতির প্রচার-প্রসারে সরকারিভাবে পবিত্র কোরআন-হাদিসের দরসের আয়োজন করা, পাশ্চাত্য সংস্কৃতির আগ্রাসন রোধে সরকারি কঠোর পদক্ষেপ গ্রহণ করা, পবিত্র কোরআনের সঠিক ব্যাখ্যা জাতির সামনে উপস্থাপন করতে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে দেশব্যাপী আলোচনা সভা, সেমিনার, সিম্পোজিয়ামসহ বিভিন্ন গঠনমূলক কর্মসূচি গ্রহণ করা, রেডিও-টেলিভিশনসহ সকল গণমাধ্যমে পবিত্র কোরআন-হাদিসের সঠিক চর্চার অধিকতর গুরুত্বারোপ করা, নাটক-সিনেমায় ব্যাঙ্গাত্মক চরিত্রে দাঁড়ি-টুপিসহ ধর্মীয় মূল্যবোধে আঘাত হয় এমন চরিত্র বন্ধ করা, ইসলামী দিবসগুলো পালনের ক্ষেত্রে সরকারসহ সকল রাজনৈতিক দলের অধিকতর সচেতনতার পরিচয় দেয়া এবং ইসলামী খোলসে অভিশপ্ত জঙ্গিবাদি অপশক্তির অবাঞ্ছিত আস্ফালন, অপতৎপরতা বন্ধে সরকারের জিরো টলারেন্স নীতি অনুসরণ করা।
লিখিত বক্তব্যে বলা হয়, দেশের চিরায়ত মাহফিল সংস্কৃতিতে দরসুল কোরআন মাহফিল অনন্য সংযোজন।
এটি গতানুগতিকতার বলয় বহির্ভূত পূর্ণমাত্রার শরিয়াহসম্মত ব্যতিক্রমী আয়োজন।
পবিত্র কোরআনের মর্মবাণীর প্রচার, ইসলামী আদর্শের সম্প্রসারণ, বিশুদ্ধ আকীদা ও আদর্শের বিস্তৃতি ঘটানোর অভিপ্রায়ে প্রতিবছর এ সংস্থার উদ্যোগে ঐতিহাসিক দরসুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়ে আসছে।
এ মাহফিল পথভ্রষ্ট ও দিকভ্রান্ত মানুষের সঠিক পথ নির্দেশনা প্রদানে গুরুত্বপূর্ণ ভুমিকা রেখে চলেছে।