চট্টগ্রামের বাঁশখাললী থানায় দায়ের হওয়া একটি ধর্ষণ মামলার আসামি মো. কাসিম উল্লাহ ওরফে রাকিবকে (২১) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শনিবার (১৮ জানুয়ারি) নগরের কোতোয়ালি থানার বক্সিরহাট এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক আসামী কাসিম উল্লাহ বাঁশখালী উপজেলার সরল এলাকার বাসিন্দা মো. ইউনুছের ছেলে।
র্যাব জানায়, কাসিম উল্লাহর বিরুদ্ধে গত শনিবার (১৭ জানুয়ারি) বাঁশখালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সং/০৩) এর ৯(১) ধারায় মামলা দায়ের হয়। এরপর থেকে তাকে গ্রেপ্তারে তৎপর হয় চট্টগ্রাম র্যাব। একপর্যায়ে তাকে নগরের কোতোয়ালি থানা এলাকা থেকে আটক করা হয়।
চট্টগ্রাম র্যাবের সহকারী পরিচালক এ. আর. এম. মোজাফফর হোসেন বলেন, র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি কাসিম উল্লাহ তার নাম-ঠিকানা জানায়। আইনানুগ ব্যবস্থা গ্রহণের তাকে বাশঁখালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।