বুধবার (১২ ফেব্রুয়ারি) তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গণমাধ্যমে বিবৃতি দিয়েছেন দুই সংগঠনের নেতারা।
বিবৃতিতে নেতারা বলেন, চট্টগ্রাম প্রতিদিন অফিসে হামলা চেষ্টার ঘটনা শুধু ন্যাক্কারজনকই নয়, এটা স্বাধীন সাংবাদিকতার ওপর হামলা। এ ধরনের হামলার চেষ্টা সাংবাদিকতার মর্যাদাকেও ক্ষুণ্ন করে।
এক বিবৃতিতে চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি সালাহউদ্দিন মো. রেজা ও সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টিকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। তারা এ ঘটনায় জড়িতদের কঠোর শাস্তি দেওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন।
এদিকে এই ঘটনায় প্রতিকার চেয়ে আইনি পদক্ষেপ নিচ্ছে চট্টগ্রাম প্রতিদিন অফিস কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটির সম্পাদক হোসাইন তৌফিক ইফতিখার বলেন, ‘হামলার ঘটনায় কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার সিদ্ধান্ত নিয়েছি। এ ধরনের হামলা গণমাধ্যমের জন্য হুমকির। এ ব্যাপারে আমরা অন্তর্বর্তী সরকারের কঠোর হস্তক্ষেপ কামনা করছি।’
সংবাদ প্রকাশের জের ধরে একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে ও বিশেষ উদ্দেশ্য নিয়ে এ হামলা চালিয়েছে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।
প্রসঙ্গত, গত মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে দৈনিক চট্টগ্রাম প্রতিদিন কার্যালয়ের সামনে অন্তত চারটি বাসে করে এসে কয়েক দল যুবক বিক্ষোভ ও মানববন্ধন করে। একপর্যায়ে তারা অফিসে প্রবেশের চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসন বাড়তি পুলিশ মোতায়েন করে। এ ঘটনায় জামালখান এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভয়ে আশপাশের অনেক দোকানপাট বন্ধ হয়ে যায়।
এভাবে পরিকল্পিত ‘মব’ তৈরির মাধ্যমে গণমাধ্যম প্রতিষ্ঠানের কার্যালয়ে হামলা চালানোর পরিকল্পনা ছিল বলে অভিযোগ চট্টগ্রাম প্রতিদিন কর্তৃপক্ষের।