pressbd24
ঢাকামঙ্গলবার , ২৬ নভেম্বর ২০২৪
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে মিছিলের প্রস্তুতি : মীরসরাই ইউনিয়ন আওয়ামী লীগের ৬ নেতা গ্রেফতার

অনলাইন ডেস্ক
নভেম্বর ২৬, ২০২৪ ৯:৩৩ অপরাহ্ণ
Link Copied!

সনাতন জাগরণ জোটের মুখপাত্র অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় আওয়ামী লীগ ও যুবলীগের ছয় নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৬ নভেম্বর) রাত ১১টায় চট্টগ্রামের পাহাড়তলীর সরাইপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। তারা বেশ কিছুদিন যাবত চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর সাবের আহমেদের বাসায় অবস্থান করছিলেন।

গ্রেফতাররা হলেন- মিরসরাই উপজেলার ১৩ নম্বর মায়ানী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ (৪৮), মায়ানী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ১ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মোহাম্মদ ইয়াছিন উল্লাহ (৪৪), খৈয়াছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শহীদ উদ্দিন খান (৪৮), ১৩ নম্বর মায়ানী ইউনিয়ন যুবলীগের সভাপতি মোহাম্মদ আবু হেনা বাদশা (৪২), সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোমিনুল ইসলাম (৩৪) এবং যুবলীগের সক্রিয় কর্মী আব্দুর রহিম ওরফে ডাকাত রহিম (৩২)।

পাহাড়তলি থানা পুলিশ বলছে, রাতে তারা চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে মিছিল করার প্রস্তুতি নিচ্ছিলেন। বুধবার তাদের আদালতে হাজির করা হবে।

তাদের বিরুদ্ধে মিরসরাই ও জোরারগঞ্জ থানায়, চুরি-ডাকাতি, ভাঙচুর-অগ্নিসংযোগ ও মাদক চোরাচালান, জমি দখলসহ একাধিক মামলা রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।