বান্দরবান সদর থানার ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি নজু মিয়া’কে দীর্ঘ ১১ বছর পর দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ফলহারিয়া নেচ্ছাভিটা এলাকা হতে গ্রেফতার করেছে র্যাব-৭, চট্টগ্রামের আভিযানিক দল। সোমবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৭ চট্টগ্রামের ভারপ্রাপ্ত উপ-পরিচালক (মিডিয়া) মেজর মোঃ সাদমান সাকিব (এএমসি)।
প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গোপন সংবাদের মাধ্যমে জানা যায় ২০১৩ সালে বান্দরবন সদর থানার ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি চট্টগ্রামের দক্ষিন রাঙ্গুনিয়া থানার ফলহারিয়া এলাকায় অবস্থান করছে।
এমন সংবাদের ভিত্তিতে র্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল সোমবার দিবাগত রাতে ঔই এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে আসামি নজু মিয়া’কে (৫৫) গ্রেফতার করে হেফাজতে নেয় র্যাব। সে চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানার সুখবিলাস গ্রামের মৃত শেখ আহম্মদের ছেলে।
গ্রেফতারকৃত আসামি আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর নিকট থেকে গ্রেফতার এড়াতে দীর্ঘ ১১ বছর চট্টগ্রাম জেলার বিভিন্ন স্থানে আত্মগোপন করে আসছিল।
সোমবার আসামিকে চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।