স্টাফ রিপোর্টার : রাঙ্গামাটি জেলার চন্দ্রঘোনা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামি মোঃ আঃ কুদ্দুস’কে দীর্ঘ ১২ বছর পর রাঙ্গুনিয়া থেকে গ্রেফতার করেছে র্যাব-৭, চট্টগ্রামের আভিযানিক দল।
সোমবার গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন র্যাব-৭ চট্টগ্রামের সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) এআরএম মোজাফফর হোসেন।
তিনি আরো জানান,গোপন সংবাদের ভিত্তিতে রাঙ্গামাটি জেলার চন্দ্রঘোনা থানার হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত এক পলাতক আসামি চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানা এলাকায় অবস্থানের খবর পায় র্যাব। উক্ত তথ্যের ভিত্তিতে সোমবার দিবাগত রাতে র্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল ঔই এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানে চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া থানার বনগ্রাম আজিজনগর গ্রামের সিদ্দিক আহম্মদের ছেলে আসামি মোঃ আঃ কুদ্দুস’কে (৪২) গ্রেফতার করে হেফাজতে নেয় র্যাব।
গ্রেফতারকৃত আসামিকে সোমবার চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।