চট্টগ্রামে গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের মাদক বিরোধী অভিযানে কক্সবাজার হতে চট্টগ্রামগামী যাত্রীবাহী বাস ICONIC EXPRESS এ বৃহস্পতিবার বিকালে অস্থায়ী চেকপোস্টের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে চট্টগ্রাম মহানগরীর কর্ণফুলী থানার শিকলবাহা এলাকা হতে ০৫ হাজার ৬৯০ পিস ইয়াবা উদ্ধারপূর্বক গাজীপুর জেলার টঙ্গী থানার দত্ত পাড়া গ্রামের মোঃ রফিকুল ইসলামের ছেলে রিফাত উদ্দিন (২১) নামের একজন মাদক কারবারি গ্রেফতার করে র্যাব-৭ চট্টগ্রামের আভিযানিক দল।
অপরদিকে চট্টগ্রাম জেলার সন্দ্বীপ থানার আলোচিত ও চাঞ্চল্যকর বিএনপি নেতা আয়ূব জাহাঙ্গীর আলম হত্যা মামলার প্রধান আসামি মোঃ শাহাব উদ্দিন সুমন’কে (৪৫) ঢাকা মহানগরীর ক্যান্টনমেন্ট থানার পশ্চিম মাটিকাটা এলাকা হতে গ্রেফতার করেছে র্যাব-৭ ও র্যাব-৪ এর যৌথ আভিযানিক দল। সে চট্টগ্রামের সন্দ্বীপ থানার গাছুয়া গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে।
শুক্রবার গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র্যাব-৭ চট্টগ্রামের সহকারি পরিচালক (মিডিয়া) এআরএম মোজাফফর হোসেন।