স্টাফ রিপোর্টার : চট্টগ্রামে র্যাবের পৃথক দুই অভিযানে খুলশী থানার ফয়েজ লেক এলাকা হতে ডাকাতি এবং অস্ত্র মামলার পলাতক আসামি মোঃ বেলায়েত হোসেন প্রকাশ বস্তি বেল্লাল প্রকাশ জসিম এবং চট্টগ্রাম জেলার হাটহাজারী থানার অলিপুর এলাকায় অভিযান পরিচালনা হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ মাসুদুল হক’কে গ্রেফতার করে র্যাব।
বৃহস্পতিবার গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন র্যাব-৭ চট্টগ্রামের সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) এআরএম মোজাফফর হোসেন।
তিনি আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে লক্ষীপুর সদর থানার ও কুমিল্লার নাঙ্গলকোট থানার মামলায় ওয়ারেন্টভূক্ত পলাতক আসামি চট্টগ্রাম মহানগরীর খুলশী থানার ফয়েজ লেক এলাকায় অবস্থানের খবর পেয়ে বুধবার বিকালে র্যাব-৭, চট্টগ্রাম এবং র্যাব-১১, নারায়ণগঞ্জ এর যৌথ আভিযানিক দল ঔই এলাকায় অভিযান পরিচালনা করে আসামি মোঃ বেলায়েত হোসেন প্রকাশ বস্তি বেল্লাল প্রকাশ জসিম’কে (৪৪) গ্রেফতার করে হেফাজতে নেয় র্যাব। সে নোয়াখালী জেলার সুধারাম থানার মাকিমপুর গ্রামের নুরুল ইসলাম প্রকাল নুরের ছেলে।
গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে আইন শৃংঙ্খলা বাহিনীর নিকট গ্রেফতার এড়াতে দীর্ঘ ১৩ বছর চট্টগ্রাম জেলা এবং মহানগরীর বিভিন্ন স্থানে আত্মগোপন করে আসছিল।
অপরদিকে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম জেলার হাটহাজারী থানার হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি চট্টগ্রাম জেলার হাটহাজারী থানার অলিপুর এলাকায় অবস্থানের খবর পেয়ে বুধবার রাতে র্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল ঔই এলাকায় অভিযান পরিচালনা করে আসামি মোঃ মাসুদুল হক’কে (৪৫) গ্রেফতার করে হেফাজতে নেয় র্যাব। সে চট্টগ্রাম জেলার হাটহাজারী থানার অলিপুর নুর মসজিদ এলাকার মৃত মাওলানা খালেদ হোসেনের ছেলে।
গ্রেফতারকৃত আসামিদের বৃহস্পতিবার চট্টগ্রাম জেলার হাটহাজারী এবং নোয়খালী জেলার সুধারাম থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।