pressbd24
ঢাকামঙ্গলবার , ৭ জানুয়ারি ২০২৫
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে র‍্যাবের পৃথক দুই অভিযানে গ্রেফতার ২

অনলাইন ডেস্ক
জানুয়ারি ৭, ২০২৫ ৪:৫৪ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রামে র‍্যাবের পৃথক দুই অভিযানে চেক জালিয়াতি মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি এসএম সোহেল ও সীতাকুন্ড থানার আলোচিত ও চাঞ্চল্যকর মীর মোহাম্মদ ইউসুফ হত্যা মামলার এজাহারনামীয় পলাতক আসামি মোঃ সালাউদ্দিন’কে গ্রেফতার করেছে র‍্যাব-৭, চট্টগ্রামের আভিযানিক দল।

মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র‍্যাব-৭ চট্টগ্রামের ভারপ্রাপ্ত উপ-পরিচালক (মিডিয়া) মেজর মোঃ সাদমান সাকিব (এএমসি)।

প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে হাটহাজারী থানার চেক জালিয়াতির সিআর মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি এসএম সোহেল’কে (৩৮) সোমবার বিকালে হাটহাজারী থানার হাসপাতাল ক্রসিং এলাকা হতে অভিযান পরিচালনা গ্রেফতার করে র‍্যাব। সে চট্টগ্রামের হাটহাজারী থানার পশ্চিম আলমপুর গ্রামের মোঃ সামছুল হুদা’র ছেলে।

অপরদিকে গত বছরের ১৬ই নভেম্বর শনিবার সীতাকুন্ডের জোড়ামতল এলাকায় পৌত্রিক জমি সংক্রান্ত বিবাদের জেরে প্রতিপক্ষের হামলায় খুন হয় মোহাম্মদ ইউসুফ। এঘটনার পরদিন ভিকটিমের স্ত্রী বাদী হয়ে সীতাকুন্ড থানায় একটি হত্যা মামলা দায়ের করে।

এ মামলার এজাহারনামীয় আসামিদের গ্রেফতারের লক্ষ্যে র‍্যাব গোয়েন্দা নজরদারি এবং ছায়া তদন্ত অব্যাহত রাখে। নজরদারির এক পর্যায়ে র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সূত্রে জানতে পারে যে, এ মামলার এজাহারনামীয় ৪নং পলাতক আসামি চট্টগ্রামের সীতাকুন্ড থানার ফৌজদারহাট আব্দুল্লাহ ঘাটা এলাকায় অবস্থান করছে।

এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল মঙ্গলবার দিবাগত রাতে ঔই এলাকায় অভিযান পরিচালনা করে আসামি মোঃ সালাউদ্দিন’কে (৪৭) গ্রেফতার করে হেফাজতে নেয় র‍্যাব।

সে চট্টগ্রামের সীতাকুন্ড থানার উত্তর ঘোড়ামারা গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে।

গ্রেফতারকৃত আসামিদের মঙ্গলবার হাটহাজারী ও সীতাকুন্ড থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।