pressbd24
ঢাকামঙ্গলবার , ১৭ ডিসেম্বর ২০২৪
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে র‍্যাবের মাদকবিরোধী অভিযানে ১৯০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২

অনলাইন ডেস্ক
ডিসেম্বর ১৭, ২০২৪ ৯:১৮ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রামের সাতকানিয়া থানার কেরানীরহাট বাজার এলাকায় অভিনব কায়দায় মাদকদ্রব্য ইয়াবা বিক্রয় কালে ১৯০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সহ ০২ জন’কে গ্রেফতার করে র‌্যাব-৭, চট্টগ্রামের আভিযানিক দল।

মঙ্গলবার রাতে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-৭ চট্টগ্রামের সহকারি পরিচালক (মিডিয়া) এআরএম মোজাফফর হোসেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, কিছু মাদক ব্যবসায়ী চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানার কেরানীরহাট এলাকায় একটি আবাসিক হোটেলের ভিতর অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় র‍্যাব-৭ চট্টগ্রামের একটি আভিযানিক দল চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানার কেরানীরহাট বাজারের আল-ঈসা আবাসিক হোটেলের E-3 রুমের ভিতর হতে দু’জনকে গ্রেফতার করে হেফাজতে নেয় র‍্যাব।

গ্রেফতারকৃতরা হলেন কক্সবাজার জেলার টেকনাফ থানার দক্ষিণ জালিয়াপাড়া গ্রামের মৃত হামিদ হোসেনের ছেলে জাহাঙ্গীর আলম (৪৩), ও একই এলাকার মৃত আমির আলীর ছেলে মোঃ আমিন (৩৬)। পরে গ্রেফতারকৃত আসামিদের হেফাজতে থাকা রুমের তুষকের নিচে ০৯টি পলিজিপার প্যাকেটের ভিতরে বিশেষ কৌশলে রাখা ১ হাজার ৯০০ পিস ইয়াবা উদ্ধার করে র‍্যাব। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ০৬ লক্ষ টাকা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।