চট্টগ্রামের চান্দগাঁও থানা এলাকায় শ্রমিক দলের অফিসে জুয়ার আসর থেকে তাস ও নগদ টাকাসহ ১২ জনকে আটক করেছে পুলিশ।
শনিবার (৩১ মে) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে কালুরঘাট এলাকার ওই অফিসে এ অভিযান চালানো হয় বলে জানিয়েছেন চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আফতাব উদ্দিন।
গ্রেপ্তারকৃতরা হলেন : মো. রাকিব (২৩), মো. ফরহাদ (২২), মো. রবিউল হাসান ওরফে আরমান (২২), আব্দুল লতিফ (৩৫), মো. সুমন চৌকিদার (৩৫), মো. দুলাল (৩৪), মো. জাহাঙ্গীর (২৬), মো. মনির হোসেন (৩৫), মো. রুবেল (৩০), মো. জসিম (৩৭), আব্দুল মান্নান (৩০) এবং আব্দুল কালাম আজাদ (৫২)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কালুরঘাট শ্রমিক দলের অফিসে জুয়ার আসর থেকে তাস ও নগদ ৯২০ টাকা উদ্ধার করা হয়।
এ সময় জুয়ার সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে মোট ১২ জনকে আটক করা হয়।
গ্রেপ্তারদের বিরুদ্ধে সিএমপি অধ্যাদেশের ৯৪ ধারায় একটি অধর্তব্য মামলা রুজু করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ওসি মো. আফতাব উদ্দিন।