pressbd24
ঢাকাবুধবার , ১২ ফেব্রুয়ারি ২০২৫
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় আওয়ামী লীগের ৩১ নেতাকর্মী গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ১২, ২০২৫ ৭:২০ অপরাহ্ণ
Link Copied!

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় ও সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ২৮ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

এছাড়াও ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে ৩ জনকে আটক করেছে পুলিশ। 

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দিবাগত রাতে থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

আটকদের মধ্যে কোতোয়ালী থানার অভিযানে হাবিবুর রহমান (২৯), মো. সোহেল (২৪), সমির উদ্দিন (৩৪), চান্দগাঁও থানার অভিযানে মো. রাকিব (২৪), মো. রাজু (৩৫), বায়েজিদ বোস্তামী থানার অভিযানে মো. জাকির (২৮), আকবরশাহ থানার অভিযানে মো. শিপন (২৫), বাকলিয়া থানার অভিযানে মো. নুর হোসেন ওরফে নুরু (৪৫), মো. শাখাওয়াত হোসেন, শিউলি ইয়াসমিন (৪৬), হালিশহর থানার অভিযানে আবুল হাসেম (৫৪), সাইফুল ইসলাম (২৬), সাইফুল ইসলাম (২৪), পাহাড়তলী থানার অভিযানে আবদুল্লাহ আল মামুন (৩২), খুলশী থানার অভিযানে জাহাঙ্গীর আলম (৩৯), ডবলমুরিং মডেল থানার অভিযানে আব্দুল মাসুদ (৪২), আলাউদ্দিন আলো (৩৫), মো. শাওন (২০), পতেঙ্গা মডেল থানার অভিযানে মো. মঞ্জু আলম (৪০), ইপিজেড থানার অভিযানে আজাদ (৪৫), সদরঘাট থানার অভিযানে সানজিদুল ইসলাম চৌধুরী ওরফে রিজভী (১৯), মাসুদ আলম (৩০), পাঁচলাইশ মডেল থানার অভিযানে জুবায়ের হোসেন সাগর (২০), সাইফুল (২৮), প্রিয়ান্ত শীল (২০), কর্ণফুলী থানার অভিযানে মোহাম্মদ নুর (৪৫), রমজান আলী (৫৫) এবং চকবাজার থানার অভিযানে গোলাম সরোয়ার আলিফ (২১), যুবলীগ কর্মী মো. রমজান আলী (৫৫), মো. নুর (৪৮) এবং ইমরান হোসেনসহ (৩২) মোট ৩১ জনকে গ্রেপ্তার করা হয়।

এসব তথ্য নিশ্চিত করেন চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মাহমুদা বেগম। তিনি জানান, মঙ্গলবার দুপুর ১২টা থেকে বুধবার দুপুর ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নগরের বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে ২৮ জনকে আটক করা হয়েছে। তারা বিভিন্ন মামলার আসামি।

অন্যদিকে, অপারেশন ডেভিল হান্ট’অভিযানে ৩ জনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন। তিনি জানান, অপারেশন ডেভিল হান্ট অভিযানে ৩জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।