চট্টগ্রামের ১৬ থানায় অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিকলীগ ও ছাত্রলীগের ১৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১ ফেব্রুয়ারি) রাতে চট্টগ্রাম নগর পুলিশের জনসংযোগ শাখার উপপরিদর্শক (এসআই) মো. ইমরান হোসেন গণমাধ্যমে এক বিজ্ঞপ্তি পাঠিয়ে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় হওয়া মামলার আসামিসহ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ১৫ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
আটকরা হলেন : মো. শামসুদ্দীন (৩৯), মো. সাহেদ (২৬), মো. মাহবুব আলম (৫২), বাকলিয়া থানার ৩৫ নং ওয়ার্ড শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আসামী আকবর হোসেন (২৩), মো. রমজান (১৯), মো. জাহিদুল ইসলাম সাকিব (২২), হৃদয় হাসান (১৯), মো. আব্বাস উদ্দিন (৩০), মো. জাকির হোসেন (২৫), তালহা জুবাইর (২৪), মেহেদী হাসান তুষার (২৬), কর্ণফুলী থানার যুবলীগের সাধারণ সম্পাদক আসামী আলমগীর বাদশা (৪২), শিকলবাহার ইউনিয়ন যুবলীগ সংগঠক মো. মামুন (৩৫), মো. মনির (৩৭) ও মো. ইমরান হোসেন (৪০)।
তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইনে ও সন্ত্রাস বিরোধী আইনে একাধিক মামলা রয়েছে বলেও জানানো হয়।