চট্টগ্রামে র্যাবের মাদক বিরোধী অভিযানে ২২৪ বোতল ফেনসিডিল ও ১৫ কেজি গাঁজা উদ্ধারপূর্বক দু’জন গ্রেফতার এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করা হয়।
অপরদিকে ফেনী সদর মডেল থানার অপহরণ মামলার পলাতক আসামি আমির হোসেন প্রকাশ সুমন’কে ছাগলনাইয়া থানার জঙ্গলমিয়া এলাকা হতে গ্রেফতার করেছে র্যাব-৭, চট্টগ্রামের আভিযানিক দল।
রবিবার গণমাধ্যমে পাঠানো পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র্যাব-৭ চট্টগ্রামের ভারপ্রাপ্ত উপ-পরিচালক (মিডিয়া) মেজর মোঃ সাদমান সাকিব (এএমসি)।
প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, কিছু মাদক ব্যবসায়ী একটি প্রাইভেটকার যোগে মাদকদ্রব্য বহন করে বিক্রয়ের উদ্দেশ্যে কুমিল্লা হতে চট্টগ্রামের দিকে নিয়ে আসছে।
এমন তথ্যের ভিত্তিতে শনিবার বিকালে র্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল চট্টগ্রামের সীতাকুন্ড থানার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফকিরহাটস্থ পাকা রাস্তার উপর একটি অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করে।
এ সময় র্যাবের চেক পোস্টের দিকে আসা সন্দেহজনক ০১টি প্রাইভেট কার থামানোর সংকেত দিলে গাড়িটি চেকপোস্টের সামনে থামিয়ে কৌশলে গাড়ি থেকে নেমে পালিয়ে যাওয়ার র্যাব সদস্যরা দু’জনকে গ্রেফতার করে হেফাজতে নেয়।
গ্রেফতারকৃতরা হলেন- কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার জিনিতকরা গ্রামের মৃত নরু মিয়ার ছেলে মোঃ ইউসুফ (৩২) ও চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানার দক্ষিণ ছলিমপুর এলাকার মৃত হামিদুর রহমানের ছেলে মোঃ মুসা (৩৮)।
পরে গ্রেফতারকৃত আসামিদের দেয়া তথ্যমতে প্রাইভেট কারের পিছনে ব্যাগডালার ভিতরে বিশেষ কৌশলে রাখা ০৩ টি প্লাষ্টিকের বস্তা হতে ২২৪ বোতল ফেনসিডিল ও ১৫ কেজি গাঁজা উদ্ধার এবং মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেট কার জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৪ লক্ষ ৫০ হাজার টাকা।
অপরদিকে ফেনী সদর মডেল থানার অপহরণ মামলার পলাতক আসামি আমির হোসেন প্রকাশ সুমন’কে (২৬) গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সকালে ফেনী জেলার ছাগলনাইয়া থানার জঙ্গলমিয়া রাস্তার মাথা এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেফতার করে র্যাব। সে ফেনী সদর থানার মালিপুর গ্রামের আবদুল মনাফের ছেলে।
রবিবার গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।