স্টাফ রিপোর্টার : হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের এডিশনাল ডিআইজি ও অতিরিক্ত দায়িত্বে থাকা সিলেট রিজিয়ন মোঃ খাইরুল আলম শুক্রবার বিকাল সাড়ে ৪ টায় চট্রগ্রাম জেলার বার আউলিয়া হাইওয়ে থানা আকস্মিক পরিদর্শন করেন।
শুক্রবার গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন কুমিল্লা হাইওয়ে রিজিওনের অতিরিক্ত ডিআইজি মোঃ খাইরুল আলম। পরিদর্শনের সময় তিনি বার আউলিয়া হাইওয়ে থানায় কর্মরত সকল অফিসার ও ফোর্সের সাথে কিছু সময় অতিবাহিত করেন, পরিদর্শন বইয়ে সাক্ষর করেন এবং মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। মতবিনিময় সভায় তিনি হাইওয়ে পুলিশ সদস্যদের সার্বিক কল্যাণ সংক্রান্ত বক্তব্যগুলো মনোযোগ সহকারে শুনেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার ব্যাপারে নির্দেশনা প্রদান করেন।
এ সময় তিনি বার আউলিয়া হাইওয়ে থানায় কর্মরত সকল অফিসার ও ফোর্সদেরকে মহাসড়কের শৃঙ্খলা, ট্রাফিক ব্যবস্থাপনা ও দুর্ঘটনা প্রতিরোধে আন্তরিকভাবে সরকারি দায়িত্ব পালন করার জন্য বিশেষ ভাবে গুরুত্ব আরোপ করেন।