চাঁদপুরের হরিনা ঘাটের কাছে মাঝেরচর এলাকায় জাহাজে সাত খুনের রহস্য উদঘাটন এবং জড়িতদের বিচারসহ বিভিন্ন দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাত ১২টা থেকে এ কর্মবিরতি ঘোষণা করে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন।
সংগঠনটির অফিস সচিব মো. আতিকুল ইসলাম টিটু এক বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি ঘোষণা করেছেন।
তিনি বলেন, চাঁদপুরের একটি জাহাজে সাত খুনের রহস্যের প্রকৃত রহস্য উদঘাটন এবং এর সঙ্গে কারা কারা জড়িত ছিল তার সঠিক তদন্ত দাবি করছি।
- সারাদেশে ১০ হাজার ছোট–বড় পণ্যবাহী নৌযান ও লক্ষাধিক শ্রমিকের নিরাপত্তাও দাবি করছি। যারা ওই জাহাজে হতাহতের শিকার হয়েছেন সরকারের পক্ষ থেকে জনপ্রতি ২০ লাখ টাকা করে ক্ষতিপূরণও দাবি করছি।
এ বিষয়ে একমত জানিয়ে যৌথ বিবৃতি প্রকাশ করেছেন বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি মো. শাহ আলম এবং সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।