চাঁপাইনবাবগঞ্জে বৈষম্যমুক্ত বাংলাদেশ বির্নিমাণ ও গুজব প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক গণমাধ্যমকর্মীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভার আয়োজন করে রাজশাহী আঞ্চলিক তথ্য অফিস।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। রাজশাহী আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার মো. তৌহিদুজ্জামান সভার সভাপতিত্ব করেন। গুজব প্রতিরোধে সংবাদ প্রকাশ ও তৈরিতে বিভিন্ন বিভিন্ন প্রতিবন্ধকতা ও করণীয় নিয়ে আলোচনা ও পরামর্শ প্রদান করেন উপস্থিত জেলার বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।