pressbd24
ঢাকাবৃহস্পতিবার , ১২ ডিসেম্বর ২০২৪
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চিন্ময়ের পক্ষে জামিন শুনানির আবেদন

অনলাইন ডেস্ক
ডিসেম্বর ১২, ২০২৪ ৩:২৫ অপরাহ্ণ
Link Copied!

রাষ্ট্রদ্রোহ মামলায় সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানির জন্য আবেদন করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী রবীন্দ্র ঘোষ। দুপুরে কারাগারে চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীর সঙ্গে দেখা করার কথা রয়েছে তাঁর। 

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকালে মহানগর দায়রা জজ মো. সাইফুল ইসলামের আদালতে এ আবেদন জমা দেন রবীন্দ্র। আদালত আবেদন গ্রহণ করে দুপুরের পর শুনানির জন্য সময় ধার্য করেছেন বলে আদালত সূত্রে জানা গেছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী ও বাংলাদেশ মাইনরিটি ওয়াচের সভাপতি রবীন্দ্র ঘোষ বলেন, ‘আজকে নতুন করে আগাম শুনানির আবেদন করেছি। দুপুরের ২টার পর শুনানি হওয়ার কথা আছে।’

এর আগে বুধবার চিন্ময় ব্রহ্মচারীর হয়ে মামলা লড়তে আদালতে দাঁড়িয়ে তিনটি আবেদন করেন। কিন্তু তাঁর ওকালতনামা আর আসামিপক্ষের লিখিত কোনো আবেদন না থাকায় সব নাকচ করে দেন আদালত।

এদিকে আলোচিত এ মামলার কার্যক্রম ঘিরে আদালত প্রাঙ্গণে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

সরেজমিনে সকাল ১১টার দিকে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণ ঘুরে দেখা গেছে,  নিরাপত্তা বেষ্টনীতে ঢেকে ফেলা হয়েছে পুরো এলাকা।

  • এছাড়া আদালতের আশপাশের এলাকায়ও বাড়ানো হয়েছে নজরদারি। আদালতে প্রবেশমুখেই পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর বেশ তৎপরতা লক্ষ্য করা গেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।