আগামী ২৬ মার্চ চীন সফরে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সফরে দেশটির প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের প্রস্তুতি চলছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, চীনের হাইনান প্রদেশে অস্ট্রেলিয়া ও এশিয়ার ২৫ দেশের জোট বিওএও ফোরাম ফর এশিয়ার সম্মেলন আগামী ২৫ থেকে ২৮ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এ সম্মেলনে যোগ দিতে ২৭-২৮ মার্চ প্রধান উপদেষ্টাকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছে চীন। এর পাশাপাশি দ্বিপক্ষীয় বৈঠকে বসারও আমন্ত্রণ জানিয়েছে।
আগামী ২৮ মার্চ প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. ইউনূসের সঙ্গে সি চীন পিংয়ের বৈঠক আয়োজনের প্রস্তুতি চলছে।
কর্মকর্তারা আরও জানিয়েছেন, সপ্তাহখানেক ধরে বাংলাদেশের প্রধান উপদেষ্টার সফরের আয়োজন নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা চলছে। তবে চূড়ান্ত সফরসূচি এবং আলোচ্যসূচি এখনো চূড়ান্ত হয়নি।
ছাত্র-জনতার অভ্যুত্থানে ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর বাংলাদেশের সঙ্গে সম্পর্ক গভীর করতে মনোযোগ দিচ্ছে চীন। দুই দেশের সম্পর্কের পাঁচ দশক পূর্তিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সফর আয়োজনের মধ্য দিয়ে বেইজিং তার প্রতিফলন ঘটাতে চাইছে।
এর আগে ২০ থেকে ২৪ জানুয়ারিতে প্রথম দ্বিপাক্ষিক সফরে চীন যান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। সেই সফরের ধারাবাহিকতায় এবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস চীনে যাচ্ছেন।