চুয়াডাঙ্গার বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙচুরের ঘটনা ঘটেছে।
বুধবার (৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে জড়ো হয়ে প্রতিবাদ জানান এবং শেখ মুজিব ও শেখ ফজিলাতুন্নেছার ম্যুরাল ভাঙচুর করেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা।
এসময় বুলডোজার নিয়ে গুড়িয়ে দেয়া হয়। এরপর জেলা আওয়ামী লীগের কার্যালয় বুলডোজার দিয়ে ভাঙচুর করা হয়।
এসময় শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভেঙে ফেলা হয়। এছাড়া চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভেঙে গুঁড়িয়ে দেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।