মিরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরসভা সংগঠনের কার্যালয়ে শনিবার (৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪ টায় ব্যালটের মাধ্যমে রুকনদের প্রত্যক্ষ ভোটে বাংলাদেশ জামায়াতে ইসলামী বারইয়ারহাট পৌর শাখার আমীর নির্বাচিত হন মাওলানা আবদুল হান্নান। উনাকে শপথ পাঠ করান জোরারগঞ্জ থানা আমীর মাওলানা নুরুল হুদা হামিদী।
এর পর বারইয়ারহাট পৌর শাখার শুরা নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচিত ৫ জন শুরা সদস্য হলেন- মাওলানা আবুল হোসাইন নিজামী, নুর উদ্দিন সজীব, এমদাদুল হক চৌধুরী নিপুন, মাস্টার সাইফুল ইসলাম ও হাজী রেদোয়ান উল্লাহ।
তাদের শপথ পাঠ করান নবনির্বাচিত আমীর মাওলানা আবদুল হান্নান।
এই নির্বাচনী প্রোগ্রামে প্রধান মেহমান হয়ে আলোচনা করেন, জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য মাস্টার নুরুচ্ছালাম।
তিনি বলেন ফ্যাসিবাদ নির্মূলের পরও জেগে উঠতে পারে যদি আমরা শপথের কর্মীরা রবের সাথে করা ওয়াদা থেকে বিচ্যূত হই।
অতএব দেশ ও জাতির স্বার্থে জন্মের পূর্ব থেকে মৃত্যু পরবর্তী পর্যন্ত সকল ওয়াদা আমাদেরকে অক্ষরে অক্ষরে মেনে চলতে হবে।
এতে আরো উপস্থিত ছিলেন- জোরারগঞ্জ থানা আমীর মাওলানা নুরুল হুদা হামিদী, সেক্রেটারি মাঈন উদ্দীন, বায়তুল মাল সেক্রেটারী ডা. আবদুল গফুর, থানা শ্রমিক কল্যাণ সভাপতি আবু তাহের প্রমুখ।

                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    