জুলাই বিপ্লবে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে আহত ৬ জনকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডের ব্যাংকক নেওয়া হচ্ছে।
বুধবার (২৯ জানুয়ারি) রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতাল থেকে তিনজন ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তিনজন ১১টার ২০ মিনিটের ফ্লাইটে ব্যাংককের উদ্দেশ্যে রওয়ানা দিচ্ছেন।
এর আগে বিভিন্ন সময়ে ২২ জনকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠায় অন্তর্বর্তীকালীন সরকার। সব মিলিয়ে ২৮ জন গেলো দেশের বাইরে উন্নত চিকিৎসার জন্য।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।