মীরসরাই সার্কেলের জোরারগঞ্জ থানার মাদকবিরোধী অভিযানে ৪৮ কেজি গাঁজাসহ একজন’কে গ্রেফতার ও মাদকপরিবহনে একটি প্রাইভেট কার জব্দ করে পুলিশ।
এ বিষয়ে পুলিশ সূত্রে জানা যায়, জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা’র (ওসি) নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে ১ নং করের হাট ইউনিয়নের ২নং ওয়ার্ডের জয়পুর পূর্ব জোয়ার গ্রামের হাবিলদার বাসা হতে ধুমঘাট ব্রীজগামী মমিন হালদারের নির্মাণাধীন বাড়ীর সামনে সড়কের উপর এক অভিযান পরিচালনা করে। অভিযানে একটি প্রাইভেটকার (যাহার রেজিষ্ট্রেশন নং চট্টঃ মেট্রো-গ-১২-৪০৫২) হতে ৪৮ কেজি গাঁজা উদ্ধারপূর্বক চট্টগ্রামের সীতাকুন্ড থানার ভাটিয়ারী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের তেলিপাড়া গ্রামের মৃত নুর মিয়া ড্রাইভারের ছেলে মোঃ দিদারুল আলম’কে (৪৫) গ্রেফতার করে হেফাজতে নেয় পুলিশ।
এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে ফরহাদ হোসেন (রাজু) (৩৫) নামের অপর এক আসামি পালিয়ে যায়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ১৫ লক্ষ টাকা।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদার এ অভিযানের সত্যতা নিশ্চিত করেন এবং এ ঘটনায় জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) নিঃ মোঃ আশিকুল ইসলাম বাদী হয়ে মাদক আইনে গ্রেফতারকৃত আসামি ও পলাতক আসামির বিরুদ্ধে একটি নিয়মিত মামলা দায়ের করে বৃহস্পতিবার আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।