ঢাকার ধানমন্ডি-৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ির পুরো ভবনে আগুন জ্বলছে। প্রথমে ছাত্রজনতা বাড়িটির উপর তলায় আগুন দিলেও পরে নিচ তলায়ও আগুন দেয়।
বুধবার রাত সাড়ে ১১টার দিকে বাড়িটিতে আগুন দাউ দাউ করে জ্বলতে দেখা যায়। একই সঙ্গে বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছে বুলডোজার।
সরেজমিনে দেখা যায়, ধানমন্ডি-৩২ নম্বরের শেখ মুজিবুর রহমানের বাড়ির সামনে কয়েক হাজার ছাত্রজনতা অবস্থান করছেন। বাড়ির ভেতরে দাউ দাউ করে আগুন জ্বলছে। বাড়ি গুঁড়িয়ে দেওয়ার জন্য এরই মধ্যে বুলডোজার আনা হয়েছে। একই সঙ্গে শিক্ষার্থীরা বিভিন্ন রকমের স্লোগান দিচ্ছেন। এককথায় পুরো উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে ধানমন্ডি-৩২ এলাকায়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।