pressbd24
ঢাকাশুক্রবার , ৩১ জানুয়ারি ২০২৫
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইদহ সীমান্তে নিষিদ্ধ ট্যাবলেট ভায়াগ্রাসহ ফেনসিডিল উদ্ধার

অনলাইন ডেস্ক
জানুয়ারি ৩১, ২০২৫ ৫:৩২ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে নিষিদ্ধ যৌনউত্তেজক বড়ি ভায়াগ্রা ও ভারতীয় ফেনসিডিল জব্দ করেছে ৫৮ বিজিবি।

শুক্রবার (৩১ জানুয়ারি) সকালে উপজেলার কুসুমপুর ও বেনীপুর থেকে বিজিবি এসব অবৈধ দ্রব্য উদ্ধার করে।

মহেশপুর ৫৮ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মো. রফিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর উপজেলার কুসুমপুর বিওপির সীমান্ত পিলার-৬১/১৬-এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পিপুলবাড়িয়া গ্রামের মো. মিজানুর রহমানের কাঠাল বাগানের মধ্যে হতে আসামিবিহীন ১৫০ পিস ভারতীয় ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, বেনীপুর বিওপির সীমান্ত পিলার-৬৩/৭-এস হতে আনুমানিক ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মেদিনীপুর গ্রামের বাশঁ বাগানের মধ্যে হতে আসামিবিহীন ১১ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়।

৫৮ বিজিবির অধিনায়ক জানান, পলিয়ানপুর বিওপির নিয়মিত টহল পরিচালনার মাধ্যমে ৫ বাংলাদেশি নাগরিককে অবৈধভাবে সীমান্ত পারাপারের অপরাধে আটক করা হয়। গ্রেপ্তার ব্যক্তি ও মাদক ও ট্যাবলেটের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।