অনলাইন ডেস্ক : রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের তিন নেতাকে আটক করেছে পুলিশ।
এ সময় তাদের কাছে থাকা টিফিন বক্সের ভেতর থেকে তিনটি ককটেল জব্দ করা হয়।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে যাত্রী ছাউনির পাশ থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার আসামিরা হলেন : ক্যান্টনমেন্ট থানা ছাত্রলীগের সভাপতি রেদওয়ান খান স্বাধীন ও ছাত্রলীগের দুই কর্মী মো. সাগর ও মো. রাব্বি।
পুলিশ জানায়, সকালে মিছিলের উদ্দেশ্যে বের হন তারা। এ সময় তাদের কাছে থাকা একটি টিফিন বক্স তল্লাশি করে তিনটি তাজা ককটেল উদ্ধার করা হয়।
এ বিষয়ে খিলক্ষেত থানার পরিদর্শক (তদন্ত) আশিকুর রহমান দেওয়ান বলেন, খিলক্ষেত এলাকায় কয়েকজন ছাত্রলীগ নেতা মিছিল ও নাশকতা করে জনমনে আতঙ্ক সৃষ্টির প্রস্তুতি নিচ্ছিল।
এ সময় গোপন তথ্যের ভিত্তিতে খিলক্ষেতের যাত্রীছাউনি এলাকা থেকে স্থানীয় জনতার সহযোগিতায় ছাত্রলীগ নেতাসহ তিনজনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ৩টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে।
উদ্ধারকৃত ককটেলগুলো নিষ্ক্রিয় করেছে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান আশিকুর রহমান।

 
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
								                                                                                    
 
                                 
                                 
                                 
                                