স্টাফ রিপোর্টার ; টেকনাফের শাহপরীর দ্বীপ পশ্চিম ঘাটে র্যাবের মাদকবিরোধী অভিযানে জারিকেনের ভেতর হতে ১লাখ ইয়াবাসহ এক মাদক পাচারকারীকে গ্রেফতার করে। এই ঘটনায় আরো ২/৩জন ঘটনাস্থল হতে পালিয়ে যায়।
শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার র্যাব-১৫ এর সিনিয়র সহকারি পরিচালক আইন ও গণমাধ্যমের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান (পিপিএম,সেবা)।
প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বৃহস্পতিবার বিকালে কক্সবাজার র্যাব-১৫ এঁর (সিপিসি-১) টেকনাফ ক্যাম্পের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ উপজেলার সাবরাং ইউপির শাহপরীর দ্বীপ পশ্চিম পাড়া ঘাটে যায়।
এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে ১টি তেলের জারিকেন বা গ্যালন ফেলে পালানোর চেষ্টাকালে মাঝেরপাড়ার হাবিব উল্ল্যার ছেলে মোঃ শফিক উল্লাহ (৩০) নামে উক্ত মাদক কারবারীকে আটক করে র্যাব।
এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে আরো ৩/৪ জন মাদক কারবারী দৌড়ে পালিয়ে যায়। পরে উপস্থিত স্বাক্ষীদের সামনে তেলের গ্যালনের ভিতর থেকে ১লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
শুক্রবার গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য টেকনাফ মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।
উল্লেখ্য, গ্রেফতারকৃত মাদক কারবারী এবং পলাতক মাদক কারবারীরা দীর্ঘদিন যাবত মাছ ধরার আড়ালে পরস্পর যোগসাজসে মাদকদ্রব্য ইয়াবা বিভিন্ন পন্থায় অবৈধভাবে সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে বিভিন্ন স্থানে বিক্রয় ও পাচার করে আসছে।