pressbd24
ঢাকামঙ্গলবার , ৪ ফেব্রুয়ারি ২০২৫
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামের ডিসি পার্কে সংঘর্ষ, বন্দরে সড়ক অবরোধ

অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ৪, ২০২৫ ১১:৪৬ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রামের সীতাকুণ্ড ফৌজদারহাট এলাকায় ডিসি পার্কে সংঘর্ষের ঘটনা জের ধরে নগরে সড়ক অবরোধ করে রেখেছে লরি-ট্রাক চালক শ্রমিকরা। এদিকে, সংঘর্ষস্থলে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাত ৯টা থেকে সড়ক অবরোধ থাকায়  দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত এখনো সড়ক অবরোধ করে আছেন বিক্ষুব্ধ শ্রমিকরা। তারা বলছেন, ডিসি পার্কে তাদের সহকর্মীদের ওপর হামলার ঘটনার বিচার না হওয়া পর্যন্ত তারা সড়ক ছাড়বেন না।

জেলা প্রশাসন সূত্র জানিয়েছে, ডিসি পার্কের সামনে ট্রাক ও লরি দাঁড় করানোকে কেন্দ্র করে দর্শনার্থীদের সঙ্গে চালক ও সহকারীর মধ্যে মারামারির ঘটনা ঘটে। ঘটনাকে কেন্দ্র করে কিছু স্থানীয় জনতা ও ট্রাক চালকরা পার্কে হামলা চালিয়েছে। এসময় পার্কের গেট, টিকেট কাউন্টার এবং বিভিন্ন স্থাপনা ভাঙচুর করা হয়েছে।

সরেজমিনে নগরের কাস্টমস এলাকায় গিয়ে দেখা গেছে, রাত সাড়ে ৯টার দিকে শত শত ট্রাক, প্রাইম মুভার ও লরি চালকরা সড়কে মিছিল সহকারে নেমে আসে। এ সময় তারা সল্টগোলা ক্রসিং এলাকায় রাস্তার উভয় পাশের গাড়ি চলাচল বন্ধ করে দেয়। অনেক চালকের কাছ থেকে গাড়ির চাবি ছিনিয়ে নিতেও দেখা গেছে। চট্টগ্রাম জেলা প্রাইম মুভার ও টেইলার শ্রমিক ইউনিয়নের কার্যালয় সল্টগোলা ক্রসিং এলাকাতেই।

কাস্টমস মোড়ে বিক্ষুব্ধ এক শ্রমিক বলেন, ‘বিএম ডিপোর একটি লরি ফৌজদারহাট দিয়ে যাচ্ছিলো। ওই সময় ডিসি পার্ক থেকে একটি প্রাইভেটকার বের হয়। লরি চালককে সিগন্যাল দিলেও সে শুনেনি। এরপর ওই গাড়ির চালককে দড়ি দিয়ে বেঁধে টেনেহিঁচড়ে পার্কের ভেতরে নিয়ে যায়।’

তিনি বলেন, ‘আমাদের আরও পাঁচজন চালক তাকে নিয়ে যাওয়ার কারণ জানতে গেলে তাদেরও বেঁধে রেখে ব্যাপক মারধর করে ডিসি পার্কের নিরাপত্তাকর্মীরা। পর্যায়ক্রমে আরও শ্রমিকরা গেলে ৩০ জনের মতো শ্রমিককে তারা আটকে রেখেছে।’

এ সময় বিক্ষুব্ধ শ্রমিকদের ‘এক দফা এক দাবি,  ডিসি পার্ক বন্ধ চাই’, ‘আমার ভাইয়ের ওপর হামলা কেন, প্রশাসন জবাব চাই’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন। সড়কের দুই পাশের ব্যক্তিগত ও অন্যান্য গণপরিবহন আটকে দিচ্ছিলেন তারা।

এদিকে, সীতাকুণ্ডে থাকা চট্টগ্রাম জেলা প্রাইম মুভার টেইলার শ্রমিক ইউনিয়নের সহ-সাধারণ সম্পাদক মো. কায়েস চৌধুরী মুঠোফোনে জানিয়েছেন, এখন পর্যন্ত তাদের ২০ জন শ্রমিকের খোঁজ তারা পাচ্ছেন না। বর্তমানে ঘটনাস্থলে সেনাবাহিনী সদস্যরা আছেন। তাদের সাথে তারা বৈঠক করে সিদ্ধান্ত নেবেন। যারা শ্রমিকদের ওপর হামলার ঘটনায় জড়িত তাদের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত সড়ক ছাড়বেন না তারা।

চট্টগ্রাম নগর পুলিশের বন্সর বিভাগের উপ-কমিশনার (ট্রাফিক) কবির আহম্মদ বলেন, ‘ডিসি পার্কে কয়েকজন গাড়ি চালককে মারধর করা হয়েছে—এমন অভিযোগ করছেন সড়ক অবরোধ করা শ্রমিকরা। যারা এ ঘটনায় জড়িত তাদের বিচার না হলে তারা সড়ক ছাড়বেন না। আমরা তাদের বুঝিয়ে সড়ক থেকে সরানোর চেষ্টা করছি।

জানতে চাইলে চট্টগ্রাম জেলা প্রশাসনের অতিরিক্ত প্রশাসক (রাজস্ব) সাদি উর রহিম জাদিদ বলেন, ‘আমি ঘটনাস্থল পরিদর্শন করে ফিরছি। যারা এ হামলা করেছে তাদের শনাক্ত করা হচ্ছে। এ বিষয়ে আমরা আইনানুগ ব্যবস্থা নেব।  পরিস্থিতি এখন স্বাভাবিক আছে। সেখানে পুলিশ, সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।