pressbd24
ঢাকাসোমবার , ২৫ নভেম্বর ২০২৪
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

তাসকিনের বোলিংয়ে কাঁপছে ওয়েস্ট ইন্ডিজ

অনলাইন ডেস্ক
নভেম্বর ২৫, ২০২৪ ৬:১০ অপরাহ্ণ
Link Copied!

দিনের শুরুতে মেহেদী হাসান মিরাজ যে সাহসী সিদ্ধান্ত নিয়েছিলেন, তার সুফল পাচ্ছে বাংলাদেশ। প্রথম সেশনেই দ্রুত ৩ উইকেট ফেলে দিয়েছিল বাংলাদেশ।

বিশেষ করে তাসকিন আহমেদ, ২টি উইকেট নিয়েছিলেন তিনি। অন্যটি নেন শরিফুল ইসলাম। ক্যাচ মিস না হয়ে প্রথম সেশনেই হয়তো ক্যারিবীয়দের উইকেট থাকতো আরও বেশি।

তবে দ্বিতীয় সেশনের শুরুতেই স্বাগতিকদের ওপর সেই চাপ অব্যাহত রেখেছে বাংলাদেশ। এই সেশনেও তাসকিন। আবারও জোড়া উইকেট নিলেন তিনি। সঙ্গে একটি নিলেন মেহেদী হাসান মিরাজ। ফলে ১০০ রান পূর্ণ হওয়ার আগেই ৬ জন ব্যাটারকে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

ক্যারিবীয়দের রান ৬ উইকেট হারিয়ে ১০১। জসুয়া দ্য সিলভা শূন্য রানে এবং অ্যালজারি জোসেফ ব্যাট করছেন ৬ রানে।

দিনের শুরুতে পিচ থেকে যে সুবিধা পাওয়া যায়, তা যেন পুরোপুরিই আদায় করে নেয় বাংলাদেশ। স্বাগতিকদের উদ্বোধনী জুটিকে ২৫ রান নিতে দেন টাইগার বোলাররা। এরপরই আঘাত হানেন তাসকিন আহমেদ, সঙ্গে শরিফুল।

পঞ্চম ওভারে ওপেনার মিকাইল লুইসকে উইকেটরক্ষক লিটন দাসের ক্যাচ বানান তাসকিন। ১৮ বলে ৮ রান করে বিদায় নেন লুইস। ১১তম ওভারে কেসি কার্টিকেও তুলে নেন তাসকিন। ১৩ বলে ৩ রান করেই সাজঘরে পথে হাঁটেন ক্যারিবীয় ব্যাটার। অধিনায়ক ক্রেইগ ব্রাথওয়েটকে ২৩ রানের (৩৫ বলে) বেশি করতে দেননি শরিফুল ইসলাম।

৩৯ রানে ওয়েস্ট ইন্ডিজের ৩ ব্যাটারকে সাজঘরে ফিরিয়ে দেন তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। ৩ উইকেটে ৬১ রান করে লাঞ্চ বিরতিতে যায় ওয়েস্ট ইন্ডিজ। বিরতি থেকে ফিরে আসার পর কাভেম হজকে ফিরিয়ে দেন তাসকিন আহমেদ। ৫৮ বলে ১৫ রান করেন তিনি। অ্যালিক আথানাজে কিছুটা বিধ্বংসী হয়ে উঠেছিলেন। ৬৩ বলে ৪২ রান করে ফেলেছিলেন তিনি।

তবে মেহেদী হাসান মিরাজের লেগ বিফোর ফাঁদে পড়ে অ্যালিক আথানাজে আউট হয়ে যান। আগের ইনিংসে সেঞ্চুরি করা জাস্টিন গ্রিভসকে মাত্র ২ রানে বোল্ড করে দেন তাসকিন আহমেদ।

গতকাল রোববার ৯ উইকেটে ২৬৯ রান করে তৃতীয় দিনের খেলা শেষ করে টাইগাররা। সে হিসেবে আজ মাঠে নামার কথা ছিল গতকালের অপরাজিত দুই ব্যাটার তাসকিন আহমেদ ও শরিফুল ইসলামের। কিন্তু ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ে পাঠিয়ে খেল দেখায় বাংলাদেশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।