pressbd24
ঢাকাবুধবার , ১২ মার্চ ২০২৫
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দৃষ্টি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

অনলাইন ডেস্ক
মার্চ ১২, ২০২৫ ৭:০৬ অপরাহ্ণ
Link Copied!

টাঙ্গাইলের ভূঞাপুরে দৃষ্টি প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের মামলায় অভিযুক্ত আসামি সুমন খাঁকে (৩০) তিন মাস পর আটক করেছে ভূঞাপুর থানা পুলিশ।

মঙ্গলবার (১১ মার্চ) রাতে অভিযুক্তকে তার নিজ এলাকা থেকে গ্রেপ্তারের পর বুধবার (১২ মার্চ) আদালতে পাঠিয়েছে পুলিশ।

অভিযুক্ত সুমন উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের শালদাইর গ্রামের জয়নাল খার ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, অভিযুক্ত সুমন খাঁ বিয়ের প্রলোভন দেখিয়ে ওই দৃষ্টি প্রতিবন্ধী কিশোরীর সঙ্গে প্রেমের সম্পর্কের একপর্যায়ে জোরপূর্বক ধর্ষণ করে। ধর্ষণের ঘটনাটি জানাজানি হলে কিশোরীর দুলাভাই বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেন। এরপরেও গোবিন্দাসী ইউনিয়ন পরিষদের প্যানেল

চেয়ারম্যান মহির উদ্দিনের নেতৃত্বে একাধিকবার গ্রাম্য সালিশ বসে। সালিশে ধর্ষণের জরিমানা এক লাখ টাকা ধার্য করে সালিশকারীরা।

গোবিন্দাসী ইউপি পরিষদের প্যানেল চেয়ারম্যান মহির উদ্দিন বলেন, ‘ঘটনাটি কয়েক মাস আগের। এ ব্যাপারে কয়েক দফা গ্রাম্য সালিশ হয়েছিল। সর্বশেষ ভুক্তভোগীর পরিবারকে এক লাখ টাকা দিয়ে বিষয়টি সমাধান করা হয়।’

এ বিষয়ে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম রেজাউল করিম বলেন, দৃষ্টি প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় অভিযুক্ত আসামি সুমন খাঁকে গ্রেপ্তার করে বুধবার টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।