pressbd24
ঢাকাবুধবার , ১ অক্টোবর ২০২৫
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দেবী দুর্গা অশুভ শক্তি দমন করেছেন : রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল

অনলাইন ডেস্ক
অক্টোবর ১, ২০২৫ ২:২৬ পূর্বাহ্ণ
Link Copied!

পঞ্চগড়ে দুর্গাপূজার অষ্টমীর রাতে শারদীয় উৎসব উপলক্ষে শ্রী শ্রী সার্বজনীন দুর্গা মন্দির পরিদর্শনে এসে রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম বলেছেন, ‘দেবী দুর্গা যেমন অসুরকে বধ করেছেন, তেমনি সমাজের প্রতিটি স্তরে, প্রতিটি রন্ধ্রে লুকিয়ে থাকা সকল অশুভ শক্তিকে দমন করেছেন। এই দৃষ্টান্ত আমাদের মনে রাখতে হবে।’

তিনি আরও বলেন, ‘আমাদের মনে রাখতে হবে, এই দেশে অতীতে ১৬ বছর ধরে ফ্যাসিস্ট শাসন চলেছে। তখন ছাত্র ও সাধারণ জনগণ যখন রাস্তায় আন্দোলনে নেমেছে, তখন তা কোনো একক ধর্মের আন্দোলন ছিল না সব ধর্মের মানুষই একত্রিত হয়ে অন্যায়ের প্রতিবাদ করেছে।’

সাংবাদিকদের উদ্দেশ্যে ডিআইজি বলেন, ‘অতীতে দেখা গেছে, ফেসবুকে একটি পোস্ট বা লাইভের কারণে কাউকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। সাংবাদিকরা অনেক সময় লেখনির মাধ্যমে ভুল-ত্রুটি ধরিয়ে দিয়েছেন, অথচ তাঁদেরও গ্রেপ্তার করা হয়েছে। বিচারহীনতার একটি সংস্কৃতি গড়ে উঠেছিল দেবী দুর্গা সেই অন্যায়ের শক্তিকেই বিনাশ করেছেন।’

তিনি আরও বলেন, ‘প্রত্যেক ধর্মেই অন্যায়কে প্রশ্রয় না দেওয়ার শিক্ষা রয়েছে। তাই আমাদের উচিত সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়ানো।’

এ সময় উপস্থিত ছিলেন পঞ্চগড়ের পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি, দেবীগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার সামুয়েল সাংমা, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লা হিল জামানসহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এর আগে ডিআইজি আমিনুল ইসলাম দেবীগঞ্জের জগবন্ধু ঠাকুরবাড়ি দুর্গা মন্দির এবং বোদা উপজেলার শ্রী শ্রী গোবিন্দ জিউ মন্দির পরিদর্শন করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।