pressbd24
ঢাকাবৃহস্পতিবার , ১৯ ডিসেম্বর ২০২৪
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দ্বীন প্রতিষ্ঠায় আলেমদের ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে হবে : মোহাম্মদ সেলিম উদ্দিন

অনলাইন ডেস্ক
ডিসেম্বর ১৯, ২০২৪ ১২:৪৭ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, জামায়াতে ইসলামী দেশ থেকে সকল প্রকার অন্যায়-অনাচার, জুলুম-নির্যাতন, অপশাসন-দুঃশাসন ও মানবতাবিরোধী অপরাধ উৎখাত করে কুরআন-সুন্নাহর আলোকে আধুনিক ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আপোষহীন ও নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এসময় দ্বীন প্রতিষ্ঠায় আলেমদেরকে ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাজধানীর একটি মিলনায়তনে ভাটারা থানা জামায়াত আয়োজিত এক উলামা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেলিম উদ্দিন বলেন, দ্বীনে হক্ব প্রতিষ্ঠার প্রচেষ্টা চালানো আমাদের প্রত্যেকের ওপরই ফরজ। নবী-রাসূলগণও একই দায়িত্ব নিয়ে দুনিয়াতে প্রেরিত হয়েছিলেন। দেশের আলেম সমাজ দাওয়াত-তাবলীগ, লেখনী, সেমিনার- সিম্পোজিয়াম ও ওয়াজ মাহফিল সহ নানাবিধভাবে দ্বীনের কাজে সে দায়িত্ব পালনের আঞ্জাম দিয়ে যাচ্ছেন। দেশে অন্যায়-অনাচার, জেনা-ব্যাভিচার,অশ্লীলতা- বেহায়াপনা, সুদ-ঘুষ, অনিয়ম-দুর্নীতিসহ কোনো ধরনের অপরাধ হ্রাস পায়নি বরং আগের তুলনায় বেড়েছে।

দেশের আলেম সমাজ ক্ষমতার নেতৃস্থানীয় পর্যায়ে না থাকার কারণেই সমাজ জীবনে তার উল্লেখযোগ্য কোনো প্রতিফলন লক্ষ্য করা যাচ্ছে না। তাই দেশ ও জাতিকে সুখী, সমৃদ্ধ; অপরাধ, অপশাসন- দুঃশাসন মুক্ত করতে হলে ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতার কেন্দ্রবিন্দুতে পৌঁছাতে হবে। তিনি দেশে সৎ, যোগ্য ও আল্লাহভীরু নেতৃত্ব প্রতিষ্ঠার আন্দোলনে দেশের আলেম সমাজকে ঐতিহাসিক ভূমিকা পালনের আহ্বান জানান।

তিনি বলেন, ইসলাম ছাড়া কোনো দ্বীন বা মতবাদই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। জনগণ জামায়াতের হাতে দেশ পরিচালনার দায়িত্ব প্রদান করলে রাষ্ট্র পরিচালনার মূলনীতি হবে কুরআন-সুন্নাহ। আমরা নিজেরাও কুরআন- সুন্নাহর আলোকেই চলবো-ইনশা আল্লাহ। এ কাজকে সহজ হতে সহজতর করার জন্য আলেম সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। মূলত, দেশে ইসলামবিরোধী কার্যক্রমের সয়লাব হয়ে গেছে। বাতিল শক্তি আগের তুলনায় অনেক পরাক্রমী। তাই আলেম সমাজ হক্ব ও বাতিল সনাক্ত করতে সহায়ক ভূমিকা পালন করতে হবে। কেউ যাতে মানুষকে বিপথগামী করতে না পারে সেদিকেও সতর্ক দৃষ্টি রাখার কোনো বিকল্প নেই। মূলত, মানুষের তৈরি আইন মানুষের জন্য কোন ভাবেই কল্যাণকর নয়। তাই দেশে অহীর বিধান প্রতিষ্ঠার জন্য আলেম সমাজকে ছোটখাট মতপার্থক্য ভুলে এক দফায় ঐক্যবদ্ধ হতে হবে।

তিনি নায়েবে নবীর ভূমিকা পালনে দেশের আলেম সমাজকে যেকোন ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকার আহ্বান জানান।

থানা আমির অ্যাডভোকেট রেজাউল করিমের সভাপতিত্বে ও সেক্রেটারি আহমদ সালমানের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন ঢাকা মহানগরী উত্তরের সহকারি সেক্রেটারি নাজিম উদ্দীন মোল্লা ও গুলশান থানা আমির জিল্লুর রহমান প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।