pressbd24
ঢাকামঙ্গলবার , ১১ মার্চ ২০২৫
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ধর্ষণবিরোধী প্রতিবাদে রাজধানীর শাহবাগে ৩০ কলেজের শিক্ষার্থীদের অবস্থান

অনলাইন ডেস্ক
মার্চ ১১, ২০২৫ ২:১২ অপরাহ্ণ
Link Copied!

ধর্ষণ এবং সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে শাহবাগে অবস্থান নিয়েছেন ঢাকার ৩০টি কলেজের শিক্ষার্থী।
তাদের দাবি- দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক।

মঙ্গলবার (১১ মার্চ) সকাল সাড়ে ১১টা থেকে শিক্ষার্থীরা ছোট ছোট মিছিল নিয়ে জাতীয় জাদুঘরের সামনে এসে অবস্থান নেন। এই প্রতিবাদে অংশ নেওয়া শিক্ষার্থীদের বেশিরভাগই উচ্চ মাধ্যমিক পর্যায়ের ছাত্র-ছাত্রী। তারা নানা স্লোগান দিয়ে তাদের ক্ষোভ প্রকাশ করেন, যেমন— ‘তুমি কে, আমি কে, আছিয়া আছিয়া’, ‘ফাঁসি ফাঁসি চাই, ধর্ষকদের ফাঁসি চাই’, ‘আমার সোনার বাংলায়, ধর্ষকদের ঠাঁই নাই’, ‘জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো’ ইত্যাদি।

শিক্ষার্থীরা জানান, তারা আগে শাহবাগে ব্লকেড করার পরিকল্পনা করেছিলেন, তবে রমজানে সাধারণ মানুষের ভোগান্তির কথা চিন্তা করে সেই কর্মসূচি বাতিল করা হয়েছে। পরিবর্তে, তারা শাহবাগের পাশের ফাঁকা রাস্তায় অবস্থান কর্মসূচি পালন করছেন, যা সন্ধ্যা পর্যন্ত চলবে।

আজকের প্রতিবাদে অংশ নিয়েছে ঢাকা শহরের বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। তাদের মধ্যে রয়েছে ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজ, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, ঢাকা সিটি কলেজ, ধানমন্ডি আইডিয়াল কলেজ, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ, নটরডেম কলেজ, ঢাকা কলেজ, সরকারি বিজ্ঞান কলেজ, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, এবং আরও অনেক কলেজের শিক্ষার্থীরা।

এছাড়া, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, নৌবাহিনী কলেজ, সেন্ট জোসেফ স্কুল অ্যান্ড কলেজসহ আরও ৩০টি কলেজের শিক্ষার্থীরা এই প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।

শিক্ষার্থীদের এই কর্মসূচি উপলক্ষে শাহবাগ এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে এবং এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।

একই দিন সকালে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দলও মানববন্ধন করে, যেখানে শিক্ষার্থীরা মাগুরায় ঘটিত ধর্ষণ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মচারীদের বিরুদ্ধে নারীদের প্রতি হেনস্তার ঘটনায় তীব্র প্রতিবাদ জানান। তারা অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন এবং বিশ্ববিদ্যালয়কে নারী বান্ধব পরিবেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।

এ সময় তারা বলেন, শিক্ষার্থী ও কর্মরত নারীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া উচিত, যাতে তারা নির্ভয়ে তাদের দৈনন্দিন কার্যক্রম চালাতে পারেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।