pressbd24
ঢাকামঙ্গলবার , ১৭ ডিসেম্বর ২০২৪
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নরেন্দ্র মোদির স্ট্যাটাস নিয়ে প্রতিক্রিয়া জানাবে পররাষ্ট্র মন্ত্রণালয়

অনলাইন ডেস্ক
ডিসেম্বর ১৭, ২০২৪ ৮:২৬ অপরাহ্ণ
Link Copied!

মহান বিজয় দিবস নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেওয়া বক্তব্যের প্রতিক্রিয়া জানানো হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সাংবাদিক সম্মেলনে এ বিষয়ে কথা বলেন তিনি।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘স্বাধীনতা দিবস নিয়ে নরেন্দ্র মোদির বক্তব্যের প্রতিক্রিয়া ভারতকে জানানো হবে।’ তবে, মোদির বক্তব্যের পর আইন উপদেষ্টা যে মন্তব্য করেছেন, সেটি তার ব্যক্তিগত মতামত বলে জানান তিনি।

এ সময় রোহিঙ্গা সমস্যার শান্তিপূর্ণ সমাধানে বাংলাদেশের প্রচেষ্টার কথা উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশ রোহিঙ্গা সমস্যার শান্তিপূর্ণ সমাধানে সচেষ্ট রয়েছে।’

আগামীকাল বুধবার (১৮ ডিসেম্বর) তিনি মিয়ানমার ইস্যুতে আলোচনা করতে থাইল্যান্ড যাচ্ছেন। সেখানে ডি-৮ সম্মেলনে বিভিন্ন দেশের সরকারপ্রধানদের সঙ্গে সাইডলাইন বৈঠক অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।

সেন্টমার্টিন নিয়ে তিনি বলেন, ‘মিয়ানমারে যুদ্ধাবস্থা চলার কারণে সেন্টমার্টিনে যাওয়া-আসার রুট সাময়িকভাবে বদল হয়েছে, তবে পরবর্তীতে বিষয়টি সঠিকভাবে সমাধান হবে।’

এদিকে, সোমবার (১৬ ডিসেম্বর) নরেন্দ্র মোদি তার ফেসবুক পেজে একটি পোস্টে ১৯৭১ সালের ভারতের ঐতিহাসিক বিজয়ে অবদান রাখা সেনাদের সাহস ও আত্মত্যাগকে সম্মান জানিয়ে লিখেন, ‘আজ বিজয় দিবস, ১৯৭১ সালে ভারতের ঐতিহাসিক বিজয়ে অবদান রাখা সাহসী সেনাদের সাহস ও আত্মত্যাগকে আমরা সম্মান জানাই। তাদের নিঃস্বার্থ আত্মোৎসর্গ ও অটল সংকল্প আমাদের জাতিকে রক্ষা করেছে এবং গৌরব এনে দিয়েছে। এই দিনটিতে তাদের অসাধারণ বীরত্ব ও অদম্য চেতনার প্রতি শ্রদ্ধাঞ্জলি।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।