শনিবার (১৪ ডিসেম্বর) দিনগত রাতে সাত থানা থেকে তাদের গ্রেফতার করা হয়।
রোববার (১৫ ডিসেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।
এর আগে নাটোর পুলিশ সুপারের কার্যালয় থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়।
নাটোর জেলা পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার দিনগত রাতে নাটোর জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়।
এ সময় নাশকতা ও বিভিন্ন মামলায় আওয়ামী লীগের ৩১ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। যার মধ্যে নাটোর সদরে ৯ জন, বড়াইগ্রাম উপজেলায় ৯ জন, নলডাঙ্গা উপজেলায় একজন, বাগাতিপাড়ায় একজন, লালপুরে চারজন, গুরুদাসপুরে চারজন এবং ও সিংড়া উপজেলা থেকে তিনজনকে গ্রেফতার করে পুলিশ। পরে আজ দুপুরে গ্রেফতারদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।
নাটোরের পুলিশ সুপার মারুফাত হুসাইন জানান, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকায় তাদের গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।