নাটোরের বড়াইগ্রাম থেকে জাহিদ হাসান রনি (১৯) নামে ভুয়া এনএসআই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার(৩ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার দিয়ারগাড়ফা গ্রামের নিজ বাড়িমম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জাহিদ হাসান রনি (১৯) উপজেলার দিয়ারগাড়ফা গ্রামের ফারুক হোসেনের ছেলে।
ওসি সিরাজুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জাহিদ হাসান রনি নামে এক ভুয়া এনএসআই সদস্যকে আটক করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে এনএসআই লেখা একটি জ্যাকেট ও একটি আইডি কার্ড জব্দ করা হয়। এনএসআই পরিচয়ে চাঁদাবাজি বা প্রতারণার কোনো তথ্য পাওয়া যায়নি। আটকের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।