pressbd24
ঢাকাশুক্রবার , ১৩ ডিসেম্বর ২০২৪
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নারায়ণগঞ্জে অপহৃত দুই শিশুকে বরিশাল থেকে অক্ষত অবস্থায় উদ্ধার

অনলাইন ডেস্ক
ডিসেম্বর ১৩, ২০২৪ ৮:১২ পূর্বাহ্ণ
Link Copied!

নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম লামাপাড়া এলাকা থেকে অপহৃত নাঈম (৭) ও নাবিল (৩) নামে দুই শিশুকে বরিশাল জেলার হিজলা থানার ডিক্রিরচর এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই)।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাত ১০টায় পিবিআই’র নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. মোস্তফা কামাল রাসেলের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। উদ্ধারকৃত দুই শিশু সম্পর্কে তারা আপন ভাই। তারা ফতুল্লার পশ্চিম লামাপাড়ার বাসিন্দা আব্দুল কাদিরের ছেলে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ৮ ডিসেম্বর দুপুরে পশ্চিম লামাপাড়া খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে খেলাধুলা করতে গিয়ে ঘরে ফিরেনি নাঈম ও নাবিল। পরে অজ্ঞাত ব্যক্তির মোবাইল নাম্বার দিয়ে পিতা আ. কাদিরের কাছে শিশুদের ছেড়ে দিতে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরে থানায় লিখিতভাবে অভিযোগ জানালে পিবিআই নারায়ণগঞ্জ কার্যালয়ের সদস্যরা অভিযানে নামেন।

জানা যায়, গত ১১ ডিসেম্বর পুলিশ পরিদর্শক মো. হাবিবুর রহমানের নেতৃত্বে পিবিআই নারায়ণগঞ্জের একটি আভিযান দল ডিক্রিরচর এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় অপহরণকারীরা টের পেয়ে পালিয়ে যায়। অপহৃত দুই শিশুকে অক্ষত অবস্থায় উদ্ধার করে বৃহস্পতিবার সকালে পিবিআই নারায়ণগঞ্জ জেলা অফিসে আনা হয়।

ভিকটিমদ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানা যায় যে, অজ্ঞাতনামা মহিলা এবং পুরুষ আসামিরা ফতুল্লার লামাপাড়া খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম থেকে খেলাধুলা করার সময় কৌশলে তাদেরকে অপহরণ করে নিয়ে যায় এবং মুক্তিপণ দাবি করে।

এ ঘটনায় ফতুল্লা থানায় নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় অপহৃত শিশুদের উদ্ধার হওয়ায় পরিবারে স্বস্তি ফিরে এসেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।