মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানী ঢাকার ওসমানী উদ্যানে তিন দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলনের শেষ অধিবেশনে এ কথা জানান তিনি।
আগে আইন প্রয়োগে ঘাটতি ছিল উল্লেখ করে সিইসি বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে চায় ইসি। নির্বাচনে আইনের সর্বোচ্চ প্রয়োগ করবে ইসি। অভিযোগের ভিত্তিতে নয়, নিজ উদ্যোগে যেকোনো ধরনের নির্বাচনকেন্দ্রিক অপরাধের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ডিসিদের নির্দেশ দেওয়া হয়েছে।
ডিসিদের উদ্দেশে তিনি বলেন, আমরা আইনের সর্বোচ্চ প্রয়োগ করব, আমাদের যত ক্ষমতা আছে। আপনারা আপনাদের ক্ষমতার সর্বোচ্চটুকু প্রয়োগ করবেন। ওপর থেকে কোনো চাপ আসলে সেটা সহ্য করব আমরা আপনাদের কোনো চাপের মধ্যে থাকতে হবে না।
সিইসি বলেন, নির্বাচনের দিন থেকে নয় এখন থেকে নির্বাচনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত হয়ে যান। আপনারা যেখানে যাবেন, বিভিন্ন সভা-সমাবেশে সেখানেই বক্তব্যে একটা অংশ যেন নির্বাচন প্রসঙ্গে থাকে। অ্যাওয়ারনেস যেন থাকে, কারণ মানুষ তো নির্বাচনের প্রতি আস্থা হারিয়ে ফেলেছে। মানুষের ভোটের অধিকার সম্পর্কে যখন জনসচেতনতামূলক বক্তব্য রাখবেন, তখন এর একটা প্রভাব পড়বে।
তিনি বলেন, আমরা যেমন নির্বাচন কমিশন নির্বাচন নিয়ে কাজ করছি, আপনারাও আমাদের সহযোদ্ধা। এটা হচ্ছে একটা সুন্দর নির্বাচন উপহার দেওয়ার যুদ্ধ। এখানে আপনারা সহযোদ্ধা হিসেবে থাকবেন এবং এখন থেকে কাজ শুরু করে দেন।
সিইসি বলেন, আগে যেটা হয়েছে, নানাবিধ চাপ এসেছে আপনাদের ওপরে; আমি উনাদের নিশ্চিত করেছি, ওপর থেকে অবৈধ কোনো চাপ দেব না। আমরা আইনের সর্বোচ্চ প্রয়োগ করব, আমাদের যত ক্ষমতা আছে।
আপনারা আপনাদের ক্ষমতার সর্বোচ্চটা প্রয়োগ করবেন। ওপর থেকে কোনো চাপ আসলে সেটা সহ্য করব আমরা, আপনাদের কোনো চাপের মধ্যে থাকতে হবে না। আইন অনুযায়ী, আপনাদের যে ক্ষমতা দেওয়া হয়েছে, সেই ক্ষমতার সর্বোচ্চ প্রয়োগ করবেন। অতীতে দেখেছি ক্ষমতাটা সঠিকভাবে প্রয়োগ করতে পারেনি; সুতরাং আমরা চাই আইনের সঠিক প্রয়োগটা ঘটুক।