নেত্রকোনার কলমাকান্দা উপজেলার সীমান্ত দিয়ে চোরাচালানের মাধ্যমে আনা ১২৮ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বিজিবি। তবে এ ঘটনায় কেউ আটক হননি।
মঙ্গলবার (৪ ফেবুয়ারি) ভোরে উপজেলার খারনই ইউনিয়নের বনবেড়া এলাকা থেকে এসব মদ জব্দ করা হয়।
নেত্রকোনা ৩১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ এস এম কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজিবি জানায়, জেলার কলমাকান্দা উপজেলার সীমান্তবর্তী বনবেড়া এলাকায় ১২৮ বোতল ভারতীয় মদ মালিক বিহীন অবস্থায় পায় বিজিবি। উদ্ধার করা এসব মদ
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরে জমা করা হবে বলেও জানায় বিজিবি।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।