মঙ্গলবার(২৮ জানুয়ারি) ভোরে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ।
ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জামাল হোসেন বলেন, খবর পেয়ে কুর্মিটোলা হাসপাতাল থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
তিনি বলেন,পরিবারের সঙ্গে কথা বলে জানতে পেরেছি সে অনেক আগে এসএসসি পাশ করেছে এরপর থেকেই সে মাদকাসক্ত। সেই গ্রামের বাড়ি থেকে ঢাকায় আসে।
মাদকের টাকার জন্য সবার সঙ্গে দুর্ব্যবহার করে এবং তার বাবার অনেক টাকা পয়সাও নষ্ট করে।
গতকাল (২৮ জানুয়ারি) বিকালের দিকে তার মায়ের কাছে মাদক কেনার জন্য টাকা চায় এবং তার মা সেটি দিতে না চাইলে তার মার সঙ্গে কথা কাটাকাটি হয়।
একপর্যায়ে সে তার নিজের কোমরের বেল্ট খুলে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে ঝুলে থাকে।পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।