নোয়াখালী চীপ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট চত্বর থেকে ভুয়া ক্যাপ্টেন ও তার সহযোগী নোয়াখালী জর্জকোর্টের অ্যাডভোকেটকে গ্রেপ্তার করেছে নোয়াখালী সেনাবাহিনীর একটি অভিযানিক দল।
বুধবার (১৮ ডিসেম্বর) রাতে ক্যাপ্টেন নাবিল রহমান ১৬ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করে নোয়াখালী সুধারাম থানায় নিয়ে যায়।
গ্রেপ্তারকৃতরা হলেন : সুবর্ণচর উপজেলার চর জুবলি ইউনিয়নের শামসুল হকের ছেলে ভুয়া ক্যাপ্টেন আকরাম হোসেন ও তার সহযোগী সদর উপজেলার অ্যাডভোকেট মোহাম্মদ জলিল।
জানা গেছে, ভুয়া ক্যাপ্টেন ও তার সহযোগী অ্যাডভোকেট মোহাম্মদ জলিল ভুয়া ক্যাপ্টেন পরিচয় দিয়ে নোয়াখালীর বিভিন্ন এালাকায় মামলা মীমাংসা করার কথা বলে টাকা হাতিয়ে নিত বলে বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করে আসছে বলে জানা যায়।
সুধারাম থানার ওসি কামরুল ইসলাম বলেন, সেনাবাহিনীর একটি টিম আটককৃতদের থানায় নিয়ে এসেছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়াধীন রয়েছে।