pressbd24
ঢাকাশুক্রবার , ২০ ডিসেম্বর ২০২৪
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

পঞ্চগড়ে শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র ও স্কুলব্যাগ বিতরণ

অনলাইন ডেস্ক
ডিসেম্বর ২০, ২০২৪ ৪:০৬ অপরাহ্ণ
Link Copied!

পঞ্চগড়ে কোমলমতি শিশুদের শীতের উষ্ণতা দিয়ে হাসি ফোটাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন শিশুস্বর্গ।

সংগঠনটি এবার শীতের শুরুতেই সীমান্ত জেলা পঞ্চগড়ের বেশ কয়েকটি স্কুলের সাত হাজার শিশু শিক্ষার্থীদের মাঝে শীতের জামার সঙ্গে পড়াশোনায় মনোযোগী করতে দিচ্ছে একটি করে ব্যাগ।

শিশুদের সঙ্গে একবেলা বনভোজনের মতোই খাবার উপহার দিচ্ছে সংগঠনটি।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বৃহস্পতিবার দুপুরে তৃতীয় পর্যায়ে পঞ্চগড় চিনিকল উচ্চ বিদ্যালয় মাঠে শীত আনন্দ উৎসবের আয়োজনের মাধ্যমে প্রায় ১ হাজার ৩০০ শিক্ষার্থীর হাতে শীত উপহার তুলে দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত শিক্ষক মজিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত শীত উৎসবের আলোচনায় উপস্থিত থেকে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার এস এম শফিকুল ইসলাম, এভারেস্ট ফার্মাসিউটিক্যালসের পরিচালক অঞ্জন মল্লিক ও শিশুস্বর্গ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কবির আহমেদ আকন্দ।

শিশুস্বর্গ ফাউন্ডেশন জানায়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সহযোগিতা ও উদ্যোগে গড়ে ওঠা সংগঠনটি শীত আনন্দ উৎসবের মাধ্যমে প্রতিবছরের মতো এবছরেও পঞ্চগড় জেলার সাত হাজার শিশু-কিশোরকে শীতের কাপড়, স্কুল ব্যাগ উপহার দেওয়া হচ্ছে।

এভারেস্ট ফার্মাসিউটিক্যালসের সহযোগিতায় জেলার ৫১টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পাচ্ছে এসব উপহার।

ইতোমধ্যে প্রায় ৩ হাজার শিশু-কিশোরের হাতে উপহার তুলে দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে বাকিদের হাতে তুলে দেওয়া হবে শীতের এই উপহার।

শিশুদের মধ্যে শীতের নতুন কাপড় আর নতুন স্কুল ব্যাগ পেয়ে পারিবারিক আনন্দের সঙ্গে যোগ করেছে নতুন মাত্রা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।