পঞ্চগড়ের বোদা উপজেলার সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারত থেকে আনা শাড়ি-থ্রি পিস ও মাদকসহ প্রায় ২০ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা।
বুধবার (২২ জানুয়ারি) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়ন।
এর আগে, মঙ্গলবার (২১ জানুয়ারি) গভীর রাতে উপজেলার আমতলা কাজীপাড়া, লাহেরীপাড়ায় ও বগদুলঝুলা সুয়েরপাড় সীমান্ত থেকে মাদক সহ গ্রেপ্তার করা হয়।
ভারতীয় পণ্যসহ অবৈধ মাদকের মূল্য ২০ লাখ ৩৯ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বিজিবির সদস্যরা।
এসময় পঞ্চগড় সীমান্তে ৫৬ বিজিবি এর অধীনস্থ বোদা উপজেলার ধামেরঘাট বিওপির একটি বিশেষ টহল দল নায়েব সুবেদার আজাহারুল ইসলামের নেতৃত্বে সীমান্তের মেইন পিলার ৭৭১ এর সাব পিলার ১ হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আমতলী কাজীপাড়া লাহেরীপাড়া নামক এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এতে বাংলাদেশে চোরাচালানকৃত ভারতীয় বিভিন্ন ধরণের উন্নতমানের শাড়ি- ১০০ পিস, ভারতীয় লেহেঙ্গা- ১৪ পিস, ভারতীয় থ্রি পিস- ১২ পিস, ভারতীয় উন্নতমানের গ্রাউন- ০৩ পিস এবং ভারতীয় সুজ- ০১ জোড়া আটক করে জব্দ করা হয়। তবে ঘটনার সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ২০ লাখ ১০ হাজার ৫০০ টাকা।
এদিকে মালকাডাঙ্গা বিওপির একটি বিশেষ টহল দল হাবিলদার জামাল সরকারের নেতৃত্বে সীমান্তের মেইন পিলার ৭৭৫ হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বগদুলঝুলা সুয়েরপাড় নামক এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
এসময় ভারত হতে বাংলাদেশে চোরাচালানকৃত ভারতীয় ১৯ বোতল মদ মালিকবিহীন অবস্থায় জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ২৮ হাজার ৫০০ টাকা।
এ বিষয়ে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক শেখ মোহাম্মদ বদরুদ্দোজা বলেন, সীমান্ত নিরাপত্তাসহ অবৈধ চোরাচালান ও অনুপ্রবেশ রোধে তৎপর রয়েছে বিজিবি। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে মাদকসহ গ্রেপ্তার করা হয়। এ ধরণের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলেও জানান তিনি।